কুষ্টিয়ায় নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার (২০ ডিসেম্বর) সকাল পৌনে ৯টার দিকে সদর উপজেলা নির্বাচন কার্যালয়ে এ ঘটনা ঘটে। জ্যেষ্ঠ জেলা নির্বাচন কর্মকর্তা মাহবুবুর রহমান সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন। মাহবুবুর রহমান বলেন, আগুন লাগার সঙ্গে সঙ্গে বিষয়টি জানতে পেরে দ্রুত আগুন নিভিয়ে ফেলা হয়। এতে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
নির্বাচন কার্যালয়টি কালেক্টরেট চত্বরে জেলা প্রশাসকের কার্যালয়ের ঠিক পাশেই অবস্থিত।
নির্বাচন কার্যালয়ের নিরাপত্তারক্ষী আবদুর রাজ্জাক সাংবাদিকদের বলেন, ‘আমি তখন দুই তলায় ছিলাম। ধোঁয়া ও আগুনের গন্ধ পেয়ে নিচে নেমে আগুন দেখতে পাই। ভবনের পেছনের জানালা দিয়ে আগুন দেয়া হয়।’ জেলা নির্বাচন কার্যালয়ের হিসাবরক্ষক মো. আসদুজ্জামান বলেন, যে কক্ষে আগুন দেয়া হয়েছে, সেটি সদর উপজেলা নির্বাচন কার্যালয়ের ভা-ারকক্ষ।