নীলফামারীর ডিমলার নাউতারা ইউনিয়ন নাউতারা ৬নং ওয়ার্ডর স্থানীয় বাসিন্দা ঝুলু মামুদের ছেলে হামিদুল (৬০) নামের ব্যক্তি জমিসংক্রান্ত বিরোধের জেরে খুন হয়েছেন আপন ছোট ভাই আবুল হোসেনের হাতে। ঘটনার পর অভিযুক্ত আবুল হোসেন পলাতক রয়েছেন।
জানা গেছে, নীলফামারীর ডিমলা উপজেলা নাউতারা ইউনিয়ন ৬নং ওয়ার্ডর মৃত ঝুলু মামুদের ছেলে হামিদুল (৬০) খুন হন আপন ছোট ভাই আবুল হোসেন (৫৫) এর হাতে। অভিযুক্ত আবুল হোসেন ঘটনার পর পালিয়ে আত্নগোপন করেছে।
স্থানীয়রা জানায়, বাড়ীর সীমানা নিয়ে দীর্ঘদিন ধরে ২ সহোদর ভাইয়ের মাঝে ঝগড়া বিবাদ চলে আসছিল। উক্ত বিরোধের জেরে গতকাল শুক্রবার সকাল ১০টায় উক্ত জমির সীমানাকে কেন্দ্র করে বাগ-বিতণ্ডায় জড়িয়ে পড়ায় ছোট ভাই আবুল হোসেন ও তার পরিবারের লোকজন ক্ষিপ্ত হয়ে লাঠি ও ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়। এ সময় হামিদুল ইসলাম বেধরক মারপিটের কারণে মাটিতে লুটিয়ে পড়লে তার পায়ের রগ কেটে দেয়া হয়। তাতে হামিদুলের ক্ষতস্থান থেকে প্রচুর রক্তক্ষরণ শুরু হয়। তাকে মুমূর্ষু অবস্থায় ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার,(২০ ডিসেম্বর ২০২৫) সকাল ১১টায় তার মৃত্যু হয়। হামিদুলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ডিমলা থানা পুলিশ কর্তৃপক্ষ।
এ ব্যাপারে ডিমলা থানার ওসির দায়িত্বে থাকা এস আই পরিতোষ চন্দ্র রায় জানান, বিষয়টি আমি রংপুর কোতোয়ালি থানার প্রেরিত বার্তা থেকে জানতে পেরেছি । মৃত হামিদুলের পরিবার থেকে এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তা আমলে নিয়ে ঘটনায় জড়িতদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হবে।