image

চট্টগ্রামে ভারতীয় ভিসা সেন্টার বন্ধ

রোববার, ২১ ডিসেম্বর ২০২৫
সংবাদ অনলাইন রিপোর্ট

চট্টগ্রামের ভারতীয় ভিসা সেন্টার অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে ভারতীয় ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার (আইভ্যাক) বাংলাদেশ।

সম্প্রতি চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশনারের বাসভবনে হামলা চেষ্টায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে উল্লেখ করা হয়েছে আনুষ্ঠানিক ঘোষণায়।

আইভ্যাক এক বিজ্ঞপ্তিতে বলেছে, "সাম্প্রতিক সময়ে চট্টগ্রামে অবস্থিত ভারতের সহকারী হাইকমিশনে সংঘটিত নিরাপত্তাজনিত ঘটনার প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়। এর ফলে চট্টগ্রামে ভারতীয় ভিসা সংক্রান্ত সব কার্যক্রম ২১ ডিসেম্বর থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে।

বৃহস্পতিবার রাতে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে চট্টগ্রামে ভারতীয় হাইকমিশনের সামনে অবস্থান নেয় একদল লোক।

লাঠিচার্জ করে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়ার আগে কয়েকজনকে সহকারী হাইকমিশনারের বাসভবনে ঢিল ছুঁড়তে দেখা গেছে সামাজিক যোগাযোগ মাধ্যমের বিভিন্ন ভিডিওতে।

পরে পুলিশ ঘটনাস্থল থেকে অন্তত ১২ জনকে আটক করে।

এর আগে, ১৭ই ডিসেম্বর জুলাই ঐক্য নামের একটি প্ল্যাটফর্ম ঢাকায় ভারতীয় হাইকমিশন ঘেরাওয়ের ঘোষণা দিলে নিরাপত্তা পরিস্থিতির কারণ দেখিয়ে বুধবার দুপুরে যমুনা ফিউচার পার্কের আইভ্যাক বন্ধ করে দেয়া হয়।

তবে পরদিন ১৮ই ডিসেম্বর পুনরায় চালু হয় ঢাকার ভারতীয় ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার

‘সারাদেশ’ : আরও খবর

» আদমদীঘিতে ছয় দিনে নাশকতা মামলায় ৬ জন গ্রেপ্তার

সম্প্রতি