মুন্সীগঞ্জে অনুষ্ঠিত হয়েছে মেধাবৃত্তি পরীক্ষা। শনিবার (২০ ডিসেম্বর ২০২৫) অনুষ্ঠিত এ পরীক্ষায় জেলার ৩০টি বিদ্যালয়ের ৪ শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে।
গতকাল শনিবার মুন্সীগঞ্জ জেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ বহুমুখী উচ্চ বিদ্যালয়ে সকাল ১০ টা থেকে ১ ঘন্টা বিরতির পর বিকাল ৩ টা পর্যন্ত এ পরীক্ষা চলে। উক্ত পরীক্ষা চলাকালীন সময় জেলার ৬ টি উপজেলার শিশু ছাত্র-ছাত্রীদের বাবা-মা ভাই-বোন ও অভিভাবকবৃন্দ সহ পরীক্ষা কেন্দ্রের আশপাশের এলাকা যেন এক উৎসবমুখর পরিবেশে রূপ নেয়। মুন্সীগঞ্জ জেলা কিন্ডারগার্টেন এন্ড ট্রাস্ট অ্যাসোসিয়েশন–এর আয়োজনে বৃত্তি পরীক্ষাটি সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়। পরীক্ষাকেন্দ্রে শিক্ষার্থীদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য এবং পুরো এলাকা ছিল উৎসবমুখর। সিংকঃ অ্যাসোসিয়েশনের সভাপতি মো. আক্তার হোসেইন জানান, এ মেধাবৃত্তি পরীক্ষা শিক্ষার্থীদের মেধা বিকাশ ও প্রতিযোগিতামূলক শিক্ষার পরিবেশ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। মূল্যায়ন শেষে মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি ও সনদ প্রদান করা হবে বলেও তিনি জানান।
পরীক্ষা সফলভাবে সম্পন্ন হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন আয়োজক কর্তৃপক্ষ ও অভিভাবকরা।
সারাদেশ: শিমের বেগুনি ফুলেই কৃষাণীর স্বপ্ন
সারাদেশ: মহানন্দা নেশাজাতীয় সিরাপ জব্দ
সারাদেশ: হারিয়ে যাচ্ছে গ্রামীণ সংস্কৃতি