গাইবান্ধার সাঘাটা উপজেলা প্রশাসনের উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। গতকাল শনিবার দিবাগত রাতে সাঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো:আশরাফুল কবীর উপজেলার চিনির পটল বাঁধে আশ্রিত শীতার্ত মানুষের মাঝে শতাধিক কম্বল বিতরন করেন।বাঁধের পাশে ঝুপড়ি ঘরে বসবাসকারী মানুষের ঘরে ঘরে গিয়ে কম্বল বিতরণ করায় কম্বল পেয়ে অনেকেই আবেগ আপ্লূত হয়ে বলেন,এভাবে রাতের বেলা বাড়িতে এসে আজ পর্যন্ত কেউ কম্বল দেয়নি।ষাটোর্ধ বয়সের আছিরন বেওয়া বলেন বুড়া বয়সে শীতে মুই খুব কষ্টে আছিলুম বাবা,কম্বল খান পায়া মোর খুব উপকার হবি।উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশরাফুল কবীর বলেন, শীতবস্ত্র বিতরন অব্যাহত থাকবে।কম্বল বিতরণ কালে এ প্রতিনিধি সহ দৈনিক মানবজমিন প্রতিনিধি সোলায়মান আলী উপস্থিত ছিলেন।
সারাদেশ: শিমের বেগুনি ফুলেই কৃষাণীর স্বপ্ন
সারাদেশ: মহানন্দা নেশাজাতীয় সিরাপ জব্দ
সারাদেশ: হারিয়ে যাচ্ছে গ্রামীণ সংস্কৃতি