image
সিরাজগঞ্জ : গত দুই দিন ধরে কনকনে ঠান্ডা বাতাসে জনজীবন বিপর্যস্ত -সংবাদ

সিরাজগঞ্জের শীতের তীব্রতায় জনজীবন বিপর্যস্ত

রোববার, ২১ ডিসেম্বর ২০২৫
জেলা বার্তা পরিবেশক, সিরাজগঞ্জ

গত দুই দিন ধরে সিরাজগঞ্জে কনকনে ঠান্ডা বাতাস ও তীব্র শীতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। কুয়াশার চাদরে ঘেড়া আকাশে গত দুই দিন হলো সূর্য্যরে দেখা নাই।

শীতের তীব্রতা বৃদ্ধির সাথে সাথে কনকনে ঠান্ডা বাতাস বইছে। এতে করে হতোদরিদ্র ও খেটে খাওয়া মানুষ পরেছে বিপাকে। বাস স্ট্যান্ড, রেলওয়ে স্টেশনের প্লাটফর্মে থাকা মানুষেরা তীব্র শীতে কাবু হয়ে পরেছে। শীতের তীব্রতা থেকে রক্ষা পাবার জন্য খড় কুটা জালিয়ে শীত নিবারনে ব্যর্থ চেষ্টা চালিয়ে যাচ্ছে। শীত বেড়ে যাওয়ায় বোরো ধানের বীজতলা প্রস্তুত ও জমি চাষবাদ করতে বেগ পেতে হচ্ছে কৃষকদের।

তাছাড়াও দিন মজুর ও চর আঞ্চলের খেটে খাওয়া মানুষেরা কনকনে ঠান্ডায় জীবন ধারনের জন্য কাজ করে চলেছে। ইতি মধ্যেই ঠান্ডা জনিত রোগের প্রকপ দেখা দিয়েছে। ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হচ্ছে অনেকেই বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। এদের মধ্যে শিশু ও বৃদ্ধ রোগীরাই বেশি। ইতিমধ্যেই সরকারি-বেসরকারিভাবে যে শীত বস্ত্র বিতরণের উদ্যোগ করা হচ্ছে। এই শৈত প্রবাহে বিশেষ করে শীত বস্ত্রের দোকানগুলোতে ও ফুটপাতে পুরাতন কাপড়ের দোকানে শীত বস্ত্র ক্রয়ে সর্ব শ্রেণির মানুষের ব্যাপক ভীড় পরিলক্ষিত হয়।

এদিকে কুয়াশার কারণে সড়কে যানবাহন চলাচলও ব্যাহত হচ্ছে। নৌপথে ও আঞ্চলিক সড়কে যানবাহন ধীরগতিতে চলতে দেখা গেছে, ফলে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। চরাঞ্চলের চরনাটিপাড়া গ্রামের খলিল মিয়া (৬০) বলেন, খুব ঠান্ডা বাতাসে বের হওয়া যায় না। কাম তো করা লাগবো তাই করতে যাই। ঠান্ডা বাতাসের কারণে শীতের প্রকোপ বৃদ্ধি পেয়েছে। অটো রিক্সা চালক আবু সাইদ জানায় তীব্র শীতের কারণে কিছুক্ষন রিক্সা চালানো পর হাতে আর জোড় পাওয়া যায় না।

সম্প্রতি