হবিগঞ্জের মাধবপুর পৌরসভার কাটিয়ারা এলাকায় সংখ্যালঘু সম্প্রদায়ের মূর্তি বিসর্জনের জন্য ব্যবহৃত একটি সরকারি রাস্তা দখল করে বহুতল ভবন নির্মাণের অভিযোগ উঠেছে স্থানীয় পাণ্ডব পাল, শান্ত পাল ও অঞ্জন বণিক-এই তিনজনের বিরুদ্ধে। এ ঘটনায় এলাকার হিন্দু পল্লীর বাসিন্দাদের মধ্যে চরম উত্তেজনা ও উদ্বেগ বিরাজ করছে।
অভিযোগ সূত্রে জানা যায়, কাটিয়ারা মৌজার জে.এল নং-৭৯/৭৭ এর অন্তর্গত এস.এ দাগ নং-৬৯১ ও ৬৯২ এবং বি.এস দাগ নং-৮৬৪ ও ৮৬৫ দাগের পশ্চিম পাশ দিয়ে উত্তর-দক্ষিণে প্রায় ১০ থেকে ১২ হাত প্রশস্ত একটি সরকারি রাস্তা দীর্ঘদিন ধরে গ্রামবাসী ও সাধারণ মানুষের চলাচল এবং মূর্তি বিসর্জনের কাজে ব্যবহৃত হয়ে আসছে। সরকারি নকশা ও ম্যাপেও উক্ত রাস্তার অস্তিত্ব স্পষ্টভাবে উল্লেখ রয়েছে বলে দাবি এলাকাবাসীর।
গ্রামবাসীরা অভিযোগ করে বলেন, একাধিকবার বাধা ও আপত্তি জানানো হলেও তা উপেক্ষা করে নির্মাণকাজ চালিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে। এতে সাধারণ মানুষের চলাচল মারাত্মকভাবে ব্যাহত হবে এবং মূর্তি বিসর্জনের পথ বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। যে কোনো সময় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটতে পারে বলেও তারা আশঙ্কা প্রকাশ করেন।
এ ঘটনায় কাটিয়ারা গ্রামের স্থায়ী বাসিন্দারা সংশ্লিষ্ট প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগের সঙ্গে সরকারি ম্যাপের ফটোকপি সংযুক্ত করে দ্রুত তদন্ত, অবৈধ নির্মাণ বন্ধ এবং দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত অঞ্জন বণিক ও অন্যান্যরা জানান, আমি আমার নিজ জায়গায় ভবন নির্মাণ করছি। যদি এটি সরকারের জায়গা হয়, তাহলে সরকার ব্যবস্থা নেবে।
মাধবপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুজিবুল ইসলাম বলেন, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মো. জাহিদ বিন কাশেম জানান, এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
সারাদেশ: শিমের বেগুনি ফুলেই কৃষাণীর স্বপ্ন
সারাদেশ: মহানন্দা নেশাজাতীয় সিরাপ জব্দ
সারাদেশ: হারিয়ে যাচ্ছে গ্রামীণ সংস্কৃতি