মুন্নু ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে এবং মুন্নু মেডিকেল কলেজ এন্ড হাসপতালের সহযোগীতায় ফ্রী মেডিকেল ক্যাম্পে স্বাস্থ্য সেবা পেল প্রায় ৩ হাজার হতদরিদ্র মানুষ।
মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার সাটুরিয়া ইউনাইটেড মডেল স্কুল ক্যাম্পাসে গতকাল শনিবার সকাল ৯টা থেকে শুরু হয়ে বিরতিহীন ভাবে বিকাল ৩টা পর্যন্ত এই মেডিকেল ক্যাম্পে রোগীদের স্বাস্থ্য সেবা দেওয়া হয়।
এই ফ্রি ক্যাম্পে স্বাস্থ্য সেবা নিতে আসা ৭০ বছর বয়সী বৃদ্ধ আব্দুল জলিল বলেন, আমরা গরীব মানুষ টেহা দিয়ে ডাক্তার দেহাতে পারিনা,আজ বিনা পয়সায় ডাক্তার দেহাতে (দেখাইতে) পারছি ও ওষুধও পাইছি। যারা এই ব্যবস্থা করছে আল্লাহ যেন তাদের আরো ভালো করে।
মেডিসিন, সার্জারি, কার্ডিওলজি, অর্থোপেডক্স, গাইনি এন্ড অবস্, চক্ষু,, ডেন্টাল, নাক, কাল ও গলা, শিশু ও নবজাতক, চর্ম ও যৌনরোগের প্রায় অর্ধশতাধিক ডাক্তার দিন ব্যাপি প্রায় ৩ হাজার দুস্থ্যরোগীদের ফ্রি চিকিৎসা পত্র দিয়েছেন। পরে বিনা মূল্যে ঔষধ ও ৪-৫ টি পরীক্ষা সেবাও দেওয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন মুন্নু মেডিকেল কলেজ এন্ড হাসপতালের পরিচালক ব্রিঃ জেনারেল ডা. জুলফিকার আহমেদ আমিন (অবঃ)।
তিনি আরও বলেন, মুন্নু ওয়েলফেয়ার ফাউন্ডেশন সাবেক মন্ত্রী এবং সাটুরিয়া-মানিকগঞ্জ-৩ আসনের সাবেক এমপি হারুণর রশিদ খান মুন্নুর নামে পরিচালিত হচ্ছে। এ ফাউন্ডেশন মানিকগঞ্জে বিভিন্ন খাতে সেবা মূলক কর্মকান্ড পরিচালনা করে আসছে। বিশেষ করে এই শীতে তৃণমূলে দুস্থ্য নারী ও পুরুষ, শিশুরা রয়েছেন। যারা মানিকগঞ্জ শহরে এসে সেবা নিতে পারছেন না। তাদের স্বাস্থ্য সেবা দিতেই আমরা গ্রাম পর্যায়ে এ ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালনা করে আসছি। ইতোমধ্যে আমরা সাটুরিয়া, দরগ্রাম ও মানিকগঞ্জ সদরের একাধিক স্থানে সম্পন্ন করেছি। এ সেবা আমদের অব্যাহত থাকবে। ইতিপূর্বে জুলাই ২০২৪ আন্দোলনে যখন সরকারী হাসপাতালে আহত যোদ্ধাদের চিকিৎসা সেবা দিচ্ছিল না তখন আমাদের মুন্নু গ্রুপ অফ ইন্ড্রাস্ট্রিজ এর চেয়ারম্যান আফরোজা খানম রিতার নির্দেশে বিনা মূলে জুলাই আহতদের সেবা দিয়েছি। আর শহীদ পরিবারকেও আর্থিক সহযোগীতা দিয়েছেন মুন্নু ওয়েলফেয়ার ফাউন্ডেশন। মুন্নু মেডিকেল কলেজ এন্ড হাসপতালটি মানিকগঞ্জের গিলন্ড নামক স্থানে অবস্থিত।
সারাদেশ: শিমের বেগুনি ফুলেই কৃষাণীর স্বপ্ন
সারাদেশ: মহানন্দা নেশাজাতীয় সিরাপ জব্দ
সারাদেশ: হারিয়ে যাচ্ছে গ্রামীণ সংস্কৃতি