নীলফামারীর ডিমলা উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে ২টি ট্রাক্টর জব্দ করা হয়েছে এবং একজনকে অর্থদ- প্রদান করা হয়েছে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, উপজেলার টেপাখড়িবাড়ি ইউনিয়নের তিস্তা নদী ও নাউতারা নদী থেকে দীর্ঘদিন ধরে একটি সক্রিয় চক্র অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল-এমন অভিযোগের প্রেক্ষিতে গত শনিবার ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে নাউতারা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে নাউতারা আাদাবাড়ি এলাকার বাসিন্দা হাচেনুর রহমান নামের এক ব্যক্তিকে ৫ হাজার টাকা অর্থদ- করা হয় এবং আনুমানিক ৩ হাজার ঘনফুট বালু জব্দ করা হয়। এছাড়া টেপা খড়িবাড়ি ইউনিয়নে তিস্তা নদী থেকে উত্তোলনকৃত বালু পরিবহনের সময় চালকবিহীন অবস্থায় গয়াবাড়ি গ্রামের অফিয়ার রহমানের ছেলে আলম হোসেন ও একই গ্রামের গোলাম হোসেনের ছেলে বাবু হোসেনের ২টি ট্রাক্টর জব্দ করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ডিমলা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো, রওশন কবির। অভিযানে ডিমলা থানা পুলিশের একটি দল সার্বিক সহযোগিতা করে।
উপজেলা নির্বাহী অফিসার মো. ইমরানুজ্জামান জানান, নদী ও পরিবেশ রক্ষায় জনস্বার্থে অবৈধ বালু উত্তোলন ও পরিবহনের বিরুদ্ধে এ ধরনের কঠোর অভিযান এবং মোবাইল কোর্ট কার্যক্রম ভবিষ্যতেও নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
সারাদেশ: শিমের বেগুনি ফুলেই কৃষাণীর স্বপ্ন
সারাদেশ: মহানন্দা নেশাজাতীয় সিরাপ জব্দ
সারাদেশ: হারিয়ে যাচ্ছে গ্রামীণ সংস্কৃতি