image

মুকসুদপুরে আওয়ামী লীগ নেতার বাড়িতে আগুন, সাবেক চেয়ারম্যান পলাতক

রোববার, ২১ ডিসেম্বর ২০২৫
সংবাদ অনলাইন রিপোর্ট

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার খান্দারপাড়া ইউনিয়নের বেজড়া গ্রামে স্থানীয় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সাব্বির খানের বাড়িতে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। ঘটনাটি রোববার ভোররাতে ঘটে।

মুকসুদপুর ফায়ার সার্ভিসের লিডার ওয়েদুজ্জামান খান জানান, দুপুরে খবর পেয়ে একটি ইউনিট ঘটনাস্থলে যায়। এলাকাবাসীর সহায়তায় এক ঘণ্টার প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে ততক্ষণে ঘরের সব আসবাবপত্র ও মালামাল পুড়ে ভস্মীভূত হয়ে যায়।

স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে বাড়ির পেছনের দরজা ভেঙে একদল লোক ভেতরে প্রবেশ করে। তারা প্রতিটি কক্ষে গান পাউডার ছিটিয়ে আগুন দিয়ে দ্রুত পালিয়ে যায়। সকাল সাড়ে ১১টার দিকে গ্রামের শিশুরা বাড়ির পেছনের বাগানে খেলতে গিয়ে ভেতর থেকে ধোঁয়া বের হতে দেখে। শিশুরা এলাকাবাসীকে জানালে তারা ফায়ার সার্ভিসে খবর দেয়। বেলা সোয়া ১২টার দিকে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে এবং সোয়া ১টার দিকে তা নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিস কর্মকর্তা ওয়েদুজ্জামান খান বলেন, আগুন লাগার বিষয়টি তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে কারণ জানানো সম্ভব হবে।

মুকসুদপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, ফায়ার সার্ভিসের inform করার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। কোনো অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, কেন্দ্রীয় আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও খান্দারপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সাব্বির খান ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে পলাতক রয়েছেন। তার মোবাইল ফোন বন্ধ অবস্থায় পাওয়া যায়। সাব্বির খান কেন্দ্রীয় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক মন্ত্রী ও গোপালগঞ্জ-১ আসনের সাবেক এমপি লেফট্যানেন্ট কর্নেল (অব.) মুহম্মদ ফারুক খানের আপন চাচাতো ভাই।

সম্প্রতি