চট্টগ্রামের মীরসরাইয়ে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় দুইজনের মৃত্যু হয়েছে। এসব ঘটনায় আরও চারজন আহত হয়েছেন। রোববার, (২১ ডিসেম্বর ২০২৫) জোরারগঞ্জ হাইওয়ে পুলিশ থানা সূত্রে এ তথ্য জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দুপুর ১২টার দিকে উপজেলার সুফিয়ারোড এলাকায় রাস্তা পার হওয়ার সময় ইম্পেরিয়াল এক্সপ্রেস নামের একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় আফিয়া (৭০) নামে এক বৃদ্ধা নিহত হন। এখন পর্যন্ত তাঁর পরিবারের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, তিনি মস্তাননগর হাসপাতালে বহির্বিভাগে চিকিৎসা নিয়ে বাড়ি ফেরার পথে দুর্ঘটনার শিকার হন। অপরদিকে, একইদিন সকালে উপজেলার বারইয়ারহাট ইউটার্ন এলাকায় চতুর্মুখী সড়ক দুর্ঘটনায় কামাল উদ্দিন নামের এক ব্যক্তি নিহত হন। এ ঘটনায় আরও চারজন আহত হয়েছেন। দুর্ঘটনায় একটি মোটরসাইকেল, একটি পিকআপ ও একটি ট্রাকসহ চারটি যানবাহন জড়িত ছিল।
জোরারগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক বোরহান উদ্দিন বলেন, বারইয়ারহাট এলাকায় দুর্ঘটনাস্থল থেকে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। সুফিয়ারোড এলাকায় বৃদ্ধা নিহত হওয়ার ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। পরিবারের আবেদনের পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
অর্থ-বাণিজ্য: অধিকাংশ শেয়ারে দাম বাড়লেও পতন থামেনি শেয়ারবাজারে
সারাদেশ: শিমের বেগুনি ফুলেই কৃষাণীর স্বপ্ন
সারাদেশ: মহানন্দা নেশাজাতীয় সিরাপ জব্দ