আদমদীঘিতে ছয় দিনে নাশকতা মামলায় ৬ জন গ্রেপ্তার

রোববার, ২১ ডিসেম্বর ২০২৫
প্রতিনিধি, আদমদীঘি (বগুড়া)

আওয়ামী লীগ সরকার পতনের জন্য ছাত্র-জনতার আন্দোলন চলাকালে চার আগস্ট উপজেলা সদরে বিএনপি কার্যালয় ও পরে ১৯ আগস্ট উপজেলার সান্তাহার পৌরসভার ওয়ার্ড যুবদলের অফিসে হামলা ও অগ্নিসংযোগ সংক্রান্ত নাশকতা মামলায় দিনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের তিন নেতা এবং তিন সমর্থককে গ্রেপ্তার করেছে পুলিশ।

জানা গেছে, বুধবার রাতে উপজেলার সান্তাহার শহরের দৈনিক বাজার এলাকার বাসিন্দা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের সান্তাহার পৌর কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক, উপজেলা পুজা উযযাপন পরিষদের সভাপতি ও টিসিবি ডিলার অসিত দেবনাত বাপ্পা (৪৭)কে গ্রেপ্তার করেছে সান্তাহার ফাঁড়ি পুলিশ। বৃহস্পতিবার রাতে উপজেলার ছাতিয়ানগ্রাম ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আলী মুর্তজা(৪৬) গ্রেপ্তার হন । এর আগে মঙ্গলবার রাতে উপজেলার নসরতপুর ইউনিয়নের বিনাহালী গ্রাম থেকে ওই ইউনিয়নের তিন নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাদেকুল ইসলাম বাবু (৫৬) এবং উপজেলার সান্তাহার শহরের রেলওয়ে ইয়ার্ড কলোনীর বাসিন্দা ও পৌর স্বেচ্ছাসেবক লীগের পাঁচ নং ওয়ার্ডের প্রচার সম্পাদক শফিকুল ইসলাম (৪৫)কে গ্রেপ্তার করে। অপর দিকে সোমবার রাতে থানা পুলিশ উপজেলার নসরতপুর ইউনিয়নের হলুদঘর গ্রামের বাসিন্দা ও আওয়ামী লীগ সমর্থক শাহজাহান আলী ফটো (৭০) ও শাহজামাল ওরফে লাদু (৬৫)কে গ্রেপ্তার করে থানা পুলিশ। যোগাযোগ করা হলে আদমদীঘি থানার অফিসার ইনচার্জ আতাউর রহমান সাংবাদিকদের নিকট ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃতদের পৃথক পৃথক দিনে বগুড়ার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সম্প্রতি