চট্টগ্রামের মীরসরাই উপজেলায় এলএনজি ভিত্তিক বিদ্যুৎকেন্দ্র বাতিল, নবায়নযোগ্য জ্বালানিতে সরকারি বরাদ্দ বৃদ্ধি এবং নতুন করে এলএনজি নির্ভর প্রকল্পে বিনিয়োগ না করার দাবিতে র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রোববার, (২১ ডিসেম্বর ২০২৫) সকালে উপজেলার কমরআলী বাজার এলাকায় এ র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়। উপকূল সমাজ উন্নয়ন সংস্থার উদ্যোগে এবং জাস্ট এনার্জি ট্রানজিশন নেটওয়ার্ক (জেটনেটবিডি)-এর সহায়তায় আয়োজিত কর্মসূচিতে সংস্থাটির স্বেচ্ছাসেবক ও স্থানীয় যুবসমাজ অংশগ্রহণ করেন। সমাবেশে বক্তব্য রাখেন উপকূল সমাজ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মোহাম্ম জোবায়ের ফারুক, সোশ্যাল এইডের প্রোগ্রাম ম্যানেজার মো. নাসির উদ্দিন, সংশপ্তকের পরিচালক অগ্রদূত দাশগুপ্ত, উপকূল সমাজ উন্নয়ন সংস্থার কর্মকর্তা চন্দন কুমার পাল ও রেজাউল করিম। বক্তারা টেকসই উন্নয়ন নিশ্চিত করতে এবং ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থ রক্ষায় নবায়নযোগ্য জ্বালানিতে দ্রুত ও কার্যকর বিনিয়োগ বৃদ্ধির জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
বক্তারা মীরসরাইয়ে প্রস্তাবিত ৬৬০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন এলএনজি ভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নিয়েও উদ্বেগ প্রকাশ করেন। তাদের ভাষ্য অনুযায়ী, মীরসরাই অর্থনৈতিক অঞ্চলে বিদ্যুৎ সরবরাহের নামে এ প্রকল্পের জন্য প্রায় ৩০ একর জমি বরাদ্দ দেওয়া হয়েছে। তারা প্রকল্পটি বাতিলের দাবি জানান।
সমাবেশে বিকল্প হিসেবে শিল্পাঞ্চল সংলগ্ন বঙ্গোপসাগরে জেগে ওঠা নতুন চরে সৌরবিদ্যুৎ প্রকল্প স্থাপনের সম্ভাবনার কথাও তুলে ধরা হয়। বক্তাদের মতে, সৌরবিদ্যুৎ প্রকল্পে প্রাথমিক বিনিয়োগ তুলনামূলক বেশি হলেও উৎপাদন খরচ কম এবং কয়েক বছরের মধ্যেই বিনিয়োগের অর্থ উঠে আসে। পাশাপাশি এতে পরিবেশ দূষণের ঝুঁকিও কম।
উপকূল সমাজ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মোহাম্মদ জোবায়ের ফারুক বলেন, এলএনজি নির্ভর বিদ্যুৎ উৎপাদন দেশের অর্থনীতি ও পরিবেশের জন্য দীর্ঘমেয়াদে চাপ সৃষ্টি করছে। তার মতে, টেকসই উন্নয়নের জন্য নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানো জরুরি।
অর্থ-বাণিজ্য: অধিকাংশ শেয়ারে দাম বাড়লেও পতন থামেনি শেয়ারবাজারে
সারাদেশ: শিমের বেগুনি ফুলেই কৃষাণীর স্বপ্ন
সারাদেশ: মহানন্দা নেশাজাতীয় সিরাপ জব্দ