শেরপুরের ঝিনাইগাতীতে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আবু বক্কর (৬০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় দুই শিশুসহ আরও তিনজন গুরুতর আহত হয়েছেন। রোববার, (২১ ডিসেম্বর ২০২৫) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার ঝিনাইগাতী-গজনী সড়কের রাংটিয়া এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত আবু বক্কর রাংটিয়া এলাকার মৃত আবু তাহেরের ছেলে। আহতরা হলেন কবিতা খাতুন (১৫), সিনহা খাতুন (১০) ও শিফাত (২০)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সকালে রাংটিয়া এলাকায় বিপরীতমুখী দুটি মোটরসাইকেলের মধ্যে প্রচণ্ড গতিতে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের শব্দ শুনে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে চারজনকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করেন। তাদের উদ্ধার করে ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক আবু বক্করকে মৃত ঘোষণা করেন।
হাসপাতাল সূত্রে জানা গেছে, আহত অন্য তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাদের ২৫০ শয্যা বিশিষ্ট শেরপুর জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
অর্থ-বাণিজ্য: অধিকাংশ শেয়ারে দাম বাড়লেও পতন থামেনি শেয়ারবাজারে
সারাদেশ: শিমের বেগুনি ফুলেই কৃষাণীর স্বপ্ন
সারাদেশ: মহানন্দা নেশাজাতীয় সিরাপ জব্দ