চাঁপাইনবাবগঞ্জের ২ সীমান্তে মহানন্দা ব্যাটালিয়নের ৫৯ বিজিবি সদস্যরা পৃথক অভিযান চালিয়ে ১৩৮ বোতল নেশাজাতীয় ভারতীয় চকো প্লাস সিরাপ ও ৪৮ বোতল এস্কাফ সিরাপ জব্দ করেছে। গত শুক্রবার দিবাগত গভীর রাত থেকে গতকাল শনিবার সকাল পর্যন্ত শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ ও তেলকুপি বিওপি অধীনস্থ এলাকায় এ অভিযান চালায়।
৫৯ বিজিবি জানায়, শিবগঞ্জ সীমান্তে মাদক চোরাকারবারীরা বিজিবির চোখ ফাঁকি দিতে নতুন নতুন পন্থা অবলম্বন করছে। এরই প্রেক্ষিতে গত শুক্রবার গভীর রাত হতে গতকাল শনিবার সকাল পর্যন্ত সোনামসজিদ ও তেলকুপি বিওপি তাদের নিজ নিজ দায়িত্বপূর্ণ এলাকার সীমান্তে ৩০-৫০ গজের মধ্যে অভিযান চালিয়ে প্লাস্টিকের বস্তায় ফেন্সিডিলের বিকল্প হিসেবে ব্যবহৃত ১৩৮ বোতল ভারতীয় চোকো প্লাস সিরাপ ও ৪৮ বোতল এস্কাফ সিরাপ উদ্ধার করে।
অর্থ-বাণিজ্য: অধিকাংশ শেয়ারে দাম বাড়লেও পতন থামেনি শেয়ারবাজারে
সারাদেশ: শিমের বেগুনি ফুলেই কৃষাণীর স্বপ্ন
সারাদেশ: মহানন্দা নেশাজাতীয় সিরাপ জব্দ