বাদুড়ের মাংস খেয়ে অসুস্থ এক পরিবারের ছয় সদস্য, চুরির অভিযোগ

সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫
সংবাদ অনলাইন রিপোর্ট

যশোরের মণিরামপুর উপজেলার বাহাদুরপুর গ্রামে একই পরিবারের ছয় সদস্য রহস্যজনকভাবে অসুস্থ হয়ে পড়েছেন। বর্তমানে তারা যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

অসুস্থরা হলেন সখি দাস, তার তিন ছেলে ইন্দ্রজিৎ, প্রসেনজিৎ ও হৃদয়, এবং আত্মীয় অজয় ও রবিন দাস।

পরিবার সূত্রে জানা গেছে, গত শনিবার রাতে তারা বাড়ি থেকে আনা বাদুড়ের মাংস রান্না করে খান। পরদিন রবিবার সকালে দীর্ঘক্ষণ কেউ ঘুম থেকে না ওঠায় প্রতিবেশীরা তাদের উদ্ধার করে প্রথমে মণিরামপুর স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

তবে অসুস্থদের দাবি, তারা শুধু মাংস খেয়ে অসুস্থ হননি। তাদের অভিযোগ, কোনো দুষ্কৃতকারী পরিকল্পিতভাবে খাবারের সঙ্গে নেশাজাতীয় দ্রব্য মিশিয়ে দিয়েছে। তারা অচেতন থাকাকালীন বাড়ি থেকে নগদ টাকা ও মূল্যবান জিনিসপত্র লুট করা হয়েছে বলেও তারা জানান।

সম্প্রতি