নওগাঁর রাণীনগরে দুইজন ধান ব্যবসায়ীর ১০ লাখ টাকা এবং একজন কৃষকের গোয়াল ঘরের তালা কেটে তিনটি গরু চুরির ঘটনা ঘটেছে। গত শনিবার রাতে ও রোববার সকালে এসব চুরির ঘটনা ঘটে।
রাণীনগর উপজেলার একডালা গ্রামের ‘হক ট্রেডার্স’ এর মালিক মোজাম্মেল হকের ছোট ভাই খাইরুল ইসলাম জানান, রোববার এবং বুধবার আবাদপুকুর হাট বার। ধানের মোকামখ্যাত আবাদপুকুর হাটে হক ট্রেডার্স নামে ব্যবসা প্রতিষ্ঠানে গতকাল রোববার সকাল অনুমান সাড়ে ৭টায় ব্যবসা প্রতিষ্ঠানের সামনে দাঁড়িয়ে ধান ক্রয় করছিলেন তারা। এসময় ধান বিক্রেতাদের ভিরের সময় চোরেরা অফিসের ক্যাশ ড্রয়ার ভেঙে প্রায় ৫ লাখ ৩৪ হাজার টাকা চুরি করে নিয়ে যায়। অপর দিকে ‘বড়িয়াপাড়া ট্রেডার্স’ এর মালিক উপজেলার বড়িয়াপাড়া গ্রামের ধান ব্যবসায়ী ফরিদ সরদার জানান, রোববার ভোরে মোটরসাইকেল যোগে আবাদপুকুর বাজারে নিজ ব্যবসা প্রতিষ্ঠানে যান। ধান ক্রয়ের টাকার ব্যাগ মোটরসাইকেলে রেখে ঘরের তালা খুলছিলেন। কিন্তু তালার মধ্যে কে বা কাহারা কিছু একটা দিয়ে রেখেছে। ফলে তালা খুলছিল না। পরে হাতুরি দিয়ে তালা খুলে মোটরসাইকেলে গিয়ে দেখি কে বা কাহারা ৪ লাখ ৬৪ হাজার টাকাসহ ব্যাগ চুরি করে নিয়ে গেছে। ঘটনাটি পুরোটায় পরিকল্পিত।
এছাড়া শনিবার রাতে উপজেলার পাকুড়িয়া গ্রামের কৃষক মারুফ হোসেনের গোয়াল ঘরের তালা কেটে তিনটি গরু চুরির ঘটনা ঘটেছে। মারুফ হোসেন জানান, শনিবার রাতে গোয়াল ঘরে চারটি গরু রেখে ঘুমিয়ে পড়ি। সকালে গোয়াল ঘরে গিয়ে দেখতে পান চারটি গরুর মধ্যে তিনটি গরু চুরি হয়ে গেছে। তিনটি গরুর প্রায় ২ লাখ টাকা মূল্য হবে বলে জানান তিনি।
রাণীনগর থানার ওসি আব্দুল লতিফ বলেন, এসব চুরির ঘটনা শুনেছি এবং সেখানে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়গুলো ক্ষতিয়ে দেখা হচ্ছে।
সারাদেশ: গ্রামীণ সড়কের দুই পাশে নেই সেই দৃশ্য
সারাদেশ: ঐতিহ্যসমৃদ্ধ এক জনপদ ভাটপাড়া গ্রাম
সারাদেশ: রাজিবপুরে শীতে ছড়িয়ে পরছে রোগ বালাই