নোয়াখালীর বেগমগঞ্জে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে টাঙানো বিভিন্ন রাজনৈতিক ও নির্বাচনী ব্যানার অপসারণ র্কাযক্রম পরচিালনা করা হয়েছে। উপজেলায় নির্বাচনী আচরণবিধি (আর,পি.ও) অনুসরণে বিভিন্ন রাজনৈতিক দলের ও নির্বাচনী ব্যানার অপসারণ র্কাযক্রম পরচিালনা করা হয়। গতকাল রোববার বিকালে বেগমগঞ্জ উপজেলা সহকারী কমশিনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শাদাত হেসেনের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে উপজেলার প্রধান সড়কসহ একলাশপুর ইউনিয়নের উকিল সড়ক, একলাশপুর বাজার, মকবুল সড়ক, স্কুল মোড় ও ভিআইপি রোডের আশপাশের এলাকায় এ অভিযান চালানো হয়। অভিযানে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে টাঙানো বিভিন্ন রাজনৈতিকি ও নির্বাচনী ব্যানার, পোস্টার অপসারণ করা হয়।
এ অভিযানে একলাশপুর ইউনিয়ন পরিষদের ইউপি প্রশাসনিক র্কমর্কতা, গ্রাম পুলিশ এবং ভূমি সহকারী র্কমর্কতা গন সহযোগীতা করেন। এ সময় বেগমগঞ্জ উপজেলা সহকারী কমশিনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাদাত হোসেন জানান, নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ রাখতে (আর,পিও) অনুযায়ী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। তিনি আরো বলেন, উপজেলার অন্যান্য ইউনিয়নেও যদি কোনো রাজনৈতিক বা নির্বাচনী ব্যানার থেকে থাকে তাহলে সংশ্লিষ্টদের তাদের নিজ নিজ উদ্যোগে (আর,পি.ও) বিধান অনুযায়ী তা অপসারণ করার জন্য তিনি সবাইকে অনুরোধ জানান। নির্বাচনী আচরণবিধি বাস্তবায়নে প্রশাসনের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছে এলাকাবাসী।
সারাদেশ: গ্রামীণ সড়কের দুই পাশে নেই সেই দৃশ্য
সারাদেশ: ঐতিহ্যসমৃদ্ধ এক জনপদ ভাটপাড়া গ্রাম
সারাদেশ: রাজিবপুরে শীতে ছড়িয়ে পরছে রোগ বালাই