বগুড়ার শাজাহানপুরে ট্রাকের নিচে পড়ে মোটরসাইকেল পুড়ে ছাই হয়ে গেছে। এ সময় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মো. রাকিব হাসান রোহান (১৮) নামে এক কলেজ ছাত্র নিহত হয়েছেন। রোববার দুপুরে পাশ্ববর্তী শাহজানপুর উপজেলার আড়িয়া ইউনিয়নের রহিমাবাদ বি-ব্লক এলাকায় মহাসড়কের উড়াল সেতুর উপর এ দুর্ঘটনা ঘটে। ট্রাকের নিচে আটকেপড়া মোটরসাইকেল আগুন লেগে পুড়ে যায়। এ সময় আগুনে ট্রাকও ক্ষতিগ্রস্ত হয়েছে। হাইওয়ে পুলিশ শেরপুর থানার ওসি রইচ উদ্দিন এ তথ্য দিয়েছেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত রাকিব হাসানরোহান বগুড়ার শেরপুর শহরের নয়াপাড়া বাগানবাড়ি এলাকার রবিউল হাসান আশুর ছেলে। তিনি শেরপুর ডিগ্রি কলেজে উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের ছাত্র। সহপাঠী বন্ধু আহত মারুফ হোসেন (১৮) একই এলাকার বাবলা মিয়ার ছেলে। রোববার বেলা সোয়া ১টার দিকে রাকিব হাসানরোহান মোটরসাইকেলে বন্ধু মারুফ হোসেনকে নিয়ে শেরপুরের দিকে যাচ্ছিলেন। তিনি দ্রুতগতিতে মোটরসাইকেল চালাচ্ছিলেন। এ সময় পাশ কেটে যাওয়ার চেষ্টা করলে নিয়ন্ত্রণ হারিয়ে ঢাকাগামী চালবোঝাই ট্রাকের নিচে ঢুকে যান। এতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই রোহান মারা যান। ট্রাকের নিচে আটকে যাওয়া মোটরসাইকেল কিছুদূর ছেঁচড়ে যায়। এরপর ট্রাকচালক ট্রাক ফেলে পালিয়ে গেছেন। আগুন ধরে গেলে মোটরসাইকেল ভস্মীভূত হয়। এছাড়া আগুন ছড়িয়ে পড়লে ট্রাকের কিছু অংশ পুড়ে যায়। শাজাহানপুর ফায়ার সার্ভিসের কর্মীরা এসে ট্রাকের আগুন নিভিয়ে ফেলেন। আহত মারুফকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নিয়ে যায়। হাইওয়ে থানা পুলিশের এসআই নূর হোসেন জানান, মোটরসাইকেল দ্রুতগতিতে ও এঁকেবেঁকে চালাতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে। পুড়ে যাওয়া মোটরসাইকেল ও ট্রাক জব্দ করা হয়েছে।
সারাদেশ: গ্রামীণ সড়কের দুই পাশে নেই সেই দৃশ্য
সারাদেশ: ঐতিহ্যসমৃদ্ধ এক জনপদ ভাটপাড়া গ্রাম
সারাদেশ: রাজিবপুরে শীতে ছড়িয়ে পরছে রোগ বালাই