image

লালপুরে ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫
প্রতিনিধি, লালপুর (নাটোর)

ডেভিল হান্ট ফেজ-২ এর অংশ হিসেবে নাটোরের লালপুরে বিশেষ অভিযানে আওয়ামী লীগ নেতা ও ইউপি চেয়ারম্যান তোফাজ্জল হোসেন তোফাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তোফা লালপুর উপজেলার দুড়দুড়িয়া ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান। গত শনিবার রাতে উপজেলার নওপাড়া গ্রামে তার নিজ বাসা থেকে গ্রেপ্তার লালপুর থানা পুলিশ।

লালপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) মজিবুর রহমান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত তোফাজ্জল হোসেন তোফাকে রোববার দুপুরে আদালতে পাঠানো হয়েছে। তিনি আরও বলেন, লালপুর উপজেলায় যে কোনো অপ্রীতিকর ঘটনা রোধে পুলিশের বিশেষ অভিযান চলমান রয়েছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। তিনি আরো জানান, এ পর্যন্ত ডেভিল হান্ট ফেজ-২ এর অভিযানে লালপুর উপজেলা থেকে মোট ৭ জনকে গ্রেফতার করা হয়েছে। নাশকতা রোধে অভিযানে আরও গ্রেপ্তার হতে পারে।

‘সারাদেশ’ : আরও খবর

সম্প্রতি