কথায় আছে, ঘর হতে দু পা ফেলিয়া, দেখা হয় নাই চক্ষু মেলিয়া। নরসিংদী জেলার শিল্প- শিক্ষা- কৃষি- সবজি- ফলফলাদির কথা কম বেশি দেশবাসী জানে। কিন্তু এই জেলার বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে ছিটিয়ে আছে কতনা সমৃদ্ধ ইতিহাস ঐতিহ্যের অজনা কথা। যা আজো বয়োবৃদ্ধদের মুখেমুখে ফিরে। তেমনি পলাশের পূর্ব- দক্ষিণে সীমানা ঘেঁষে রয়েছে ইতিহাস- ঐতিহ্যে সমৃদ্ধ এক জনপদ, যার নাম ভাটপাড়া গ্রাম। পুরাতন ব্রহ্মপুত্র নদের কোল ঘেঁষে জন্ম নেয়া কৃষ্ণচূড়া, জারুল, আর অমলতাসের চোখ ধাঁধানো অপরুপ সৌন্দর্যে বিমোহিত করা সুশোভিত আলোচিত এই জনপদ।
বনজুঁই বা ভাঁট নামক সপুষ্পক বহুবর্ষজীবী এক ধরনের গুল্মজাতীয় বৃক্ষের আধিক্য ছিলো এখানে। সেই সাথে, সংস্কৃতের ভাট অর্থাৎ বহু পন্ডিত লোকের বসবাসও ছিলো লালচে মাটির মায়াবী এই অঞ্চলে। সূত্র মোতাবেক আলোচিত এই জনপদের নামকরণ ভাটপাড়া নামধারন অমূলক নয়। ভাটপাড়া গ্রামের বেশ কয়েকজন বয়োবৃদ্ধেরর সাথে কথা বলে জানা যায়, অসংখ্য জমিদারের পদচারণায় মুখরিত ছিলো এই পাড়া। জমিদার কালী নারায়ন (জমিদার মহিন্দ্র নারায়নের পালিত পুত্র, যার নামে বেলাবোর নারায়নপুরেরও নামকরন হয়েছে) গুপ্তের জেষ্ঠ্য সন্তান, পূর্ব বাংলার বাঙালীদের প্রথম আইসিএস অফিসার স্যার কৃষ্ণ গোবিন্দ বা কে. জি গুপ্ত এই ভাটপাড়ারই কৃতি সন্তান, মোদের গরব মোদের আশা, আ’মরি বাংলা ভাষার ব্যাথাতুর কবি অতুল প্রসাদ সেনের জন্মও এই ভাটপাড়ায়, তার মাতুলালয়ে। উপমহাদেশের বিখ্যাত চলচিত্রকার সত্যজিত রায়ের মা ও সুকুমার রায়ের স্ত্রী সুপ্রভা রায়ের মাতুলালয়ও এই ভাটপাড়া।
নগেশ চন্দ্র গুপ্ত, দারোগা মানিক বাবুও এই ভাটপাড়ারই কিংবদন্তি। দস্যু মায়ারাম, দয়ারামের রোমহষর্ক কাহিনীও আছে ভাটপাড়াকে ঘিরে, আছে পাতালের সাথে যুক্ত জলাশয়ের লোককথা আর গুপ্তধন উদ্ধারের মতও মুখরোচক কতশত ঘটনা। পরতে পরতে ইতিহাসের মুক্তো মানিক আর ঐতিহ্যের বিত্ত বৈভবের বিস্মৃত ইতিকথা নিয়ে কালের নিরব স্বাক্ষী হয়ে সমৃদ্ধ এই জনপদ আজও মুখর করে রেখেছে প্রজন্মের পর প্রজন্মের পথচলা।
কালের গর্ভে বিলীন হয়ে তাদের বাড়িঘর। অনেক খোঁজাখুঁজির পর পাওয়া যায় ইতিহাসখ্যত স্যার কে জি গুপ্তের বাড়ির জঙ্গলে ঘেরা এক মঠমন্দির। যা আজো পরিত্যক্ত অবস্থায় স্বাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। অথচ ইংরেজ শাসন আমলে শাসকগোষ্ঠী স্যার কে জি গুপ্তের সাথে বুদ্ধি আর কৌশলে বারবার পরাজিত হয়ে তাঁকে স্যার উপাধি প্রদান করেছিলেন।
সারাদেশ: পূর্বধলায় ভারতীয় মদসহ আটক ৩
শোক ও স্মরন: সাবেক সংসদ সদস্য কাজী লুৎফুর রহমান চৌধুরী আর নেই
সারাদেশ: সিরাজগঞ্জে অবৈধ ইট ভাটাকে জরিমানা