শাহজাদপুর উপজেলার পোতাজিয়া গ্রামে অবৈধভাবে জমি দখল করে প্রায় ৫০ হাজার টাকা মূল্যের মাসকলাই ও জাম্বু ঘাস কেটে নিয়েছে প্রতিপক্ষের লোকজন। এই ঘটনার প্রতিবাদে গতকাল রোববার দুপুর ১ টায় পোতাজিয়া ইউনিয়ন পরিষদ কার্যালয় চত্বরে সংবাদ সম্মেলনে করেছেন জমির মালিক এন্তাজ আলী। শাহজাদপুর পৌর এলাকার রূপপুর মহল্লার বাসিন্দা এন্তাজ আলী সাংবাদিকদের জানান, ২০১০ সনে তিনি হাজী আবু মোতালেবের নিকট থেকে রেজিস্ট্রি দলিল মূলে পোতাজিয়া মৌজার ২৪৫৫ দাগের ৫০ শতক ফসলি জমি ক্রয় করেন । পরবর্তীতে তিনি ওই জমি নিজ নামে নামজারি পূর্বক হাল সন পর্যন্ত খাজনা পরিশোধ করে ভোগদখল করে চাষাবাদ করে আসছেন। প্রতি বছরের ন্যায় চলতি বছরেও তিনি ওই জমিতে গো খাদ্য হিসেবে মাসকলাই ও জাম্বু ঘাস চাষ করেছেন। কিন্তু গত এক সপ্তাহ হলো একই গ্রামের ছানা বেপারী ,আনু বেপারী ও রাজ্জাক বেপারী তাদের দলবল নিয়ে অবৈধভাবে তার মালিকানাধীন জমি দখল করে আবাদ করা প্রায় ৫০ হাজার টাকা মূল্যের মাসকলাই ও জাম্বু ঘাস কেটে নিয়ে গেছে বলে তিনি অভিযোগ করেন। সংবাদ সম্মেলনে মৃত হাজী আবু মোতালেবের ছেলে শাহান আলী জানান, তার বাবা ১৯৮০ সালে পোতাজিয়া গ্রামের ছাকাত আলী ব্যাপারীর নিকট থেকে রেজিস্ট্রি দলিল মূলে ওই জমি ক্রয় করেন। তিনি জানান, তার বাবা জীবিত অবস্থায় ২০১০ সালে ওই ৫০ শতক জমি এন্তাজ আলীর নিকট বিক্রি করেন। ওই জমিতে ছানা বেপারী গং দের কোন স্বত্ব নেই।
অন্যদিকে পোতাজিয়া ইউনিয়ন পরিষদের মেম্বার ওসমান গনি জানান, এন্তাজ আলীর মালিকানাধীন জমি থেকে জোরপূর্বক ফসল কেটে নেয়ার বিষয়টি মীমাংসার জন্য ছানা বেপারী ও আনু বেপারী গংদের ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে দুইবার নোটিশ প্রদান করা হয় । কিন্তু তারা ইউপি কার্যালয়ে উপস্থিত হওয়া দূরের কথা ওই নোটিশই গ্রহণ করেননি। সংবাদ সম্মেলনে জমির মালিক এন্তাজ আলী আরো বলেন জোরপূর্বক ধান কেটে নেয়ার ঘটনায় তিনি ক্ষতিপূরণ চেয়ে শাহজাদপুর আদালতে মামলা দায়ের করেছেন। সংবাদ সম্মেলনে তিনি জমি ক্রয়ের দলিল সহ খাজনা খারিজের কাগজপত্র সাংবাদিকদের কাছে উপস্থাপন করে বলেন ওই জমিতে ছানা বেপারী গংদের কোন স্বত্ব নেই। শুধু লাঠির জোরে তারা জোরপূর্বক জমি দখল করে ফসল কেটে নিয়ে গেছে। তিনি বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণের জন্য সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। সংবাদ সম্মেলনে ইউপি সদস্য, গ্রামের প্রধানবর্গ সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন । এ বিষয়ে ছানা বেপারী গংদের সাথে যোগাযোগের চেষ্টা করেও তাদের কোন বক্তব্য পাওয়া যায়নি ।
সারাদেশ: বরুড়ায় কৃষি উপকরণ বিতরণ
সারাদেশ: মোহনগঞ্জে ফ্রি মেডিক্যাল ক্যাম্প
সারাদেশ: পূর্বধলায় ভারতীয় মদসহ আটক ৩