সিরাজগঞ্জের রায়গঞ্জে প্রয়াত এক সমাজসেবকের স্মরণে বিনামূল্যে স্বাস্থ্যসেবা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এতে দুই শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ চিকিৎসাসেবা গ্রহণ করেন।
রবিবার (২১ ডিসেম্বর) উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের শিমলা বিশ্বাসপাড়া এলাকায় মরহুম আব্দুর রাকিব বিশ্বাসের পরিবারবর্গের উদ্যোগে দিনব্যাপী এ মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়।
মরহুমের দৌহিত্র ও জলবায়ু কর্মী ফয়াসাল বিশ্বাসের সার্বিক তত্ত্বাবধানে এবং কমফোর্ট ডায়াগনস্টিক সেন্টারের সহযোগিতায় গাইনি, মেডিসিন ও শিশু বিশেষজ্ঞসহ ৮ সদস্যের একটি অভিজ্ঞ চিকিৎসক দল বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান করেন।
সকাল ১০টায় মেডিকেল ক্যাম্পটির উদ্বোধন করেন প্রয়াত সমাজসেবক আব্দুর রাকিব বিশ্বাসের স্ত্রী সেলিনা বিশ্বাস। উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চান্দাইকোনা আদর্শ বহুমুখী সমবায় সমিতির ভারপ্রাপ্ত সভাপতি মো. শামছুল ইসলাম খানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এ বিষয়ে ফয়াসাল বিশ্বাস বলেন, “আমি প্রয়াত সমাজসেবক আব্দুর রাকিব বিশ্বাসের দৌহিত্র।
তিনি প্রায় ৪ মাস আগে ইন্তেকাল করেন। কর্মময় জীবনে তিনি সবসময় অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়েছেন। সেই দায়বদ্ধতা থেকেই তার কুলখানির পরিবর্তে এ মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে।”
তিনি আরও জানান, “এ ক্যাম্পে সম্পূর্ণ বিনামূল্যে প্রায় দুই শতাধিক রোগীকে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক ও স্বাস্থ্যসেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।”
সারাদেশ: বরুড়ায় কৃষি উপকরণ বিতরণ
সারাদেশ: মোহনগঞ্জে ফ্রি মেডিক্যাল ক্যাম্প
সারাদেশ: পূর্বধলায় ভারতীয় মদসহ আটক ৩