image
সিরাজগঞ্জ :অভিযান চালিয়ে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত -সংবাদ

সিরাজগঞ্জে অবৈধ ইট ভাটাকে জরিমানা

সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫
জেলা বার্তা পরিবেশক, সিরাজগঞ্জ

সিরাজগঞ্জের শাহজাদপুর ও উল্লাপাড়া উপজেলায় অবৈধ ৫ ইট ভাটায় ৪ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল রোববার দিনব্যাপী উল্লেখিত উপজেলা দুটিতে অভিযান চালিয়ে জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের তথ্যমতে, অভিযানে উল্লাপাড়া উপজেলার কয়ড়া চরপাড়ার মেসার্স স্মৃতি ব্রিকস ম্যানুফ্যাকচারকে ৮০ হাজার, দাদপুরের মেসার্স এইচ অ্যান্ড কে ব্রিকসকে ১ লাখ টাকা, চড়ুইমুড়ির মেসার্স বি আর বি ব্রিকসকে ১ লাখ টাকা, শাহজাদপুরের মাদলার মেসার্স এম এইচ টি ব্রিকসকে ৭০ হাজার টাকা ও হরিরামপুরের মেসার্স জি আর সি ব্রিকসকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন শাহজাদপুর ও উল্লাপাড়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. মুশফিকুর রহমান এবং শারমিন আক্তার রিমা। প্রসিকিউশন প্রদান করেন সিরাজগঞ্জ জেলা পরিবেশ অধিদপ্তরের কার্যালয়ের পরিদর্শক মো. শাহিন আলম। এসময় আরও উপস্থিত ছিলেন, জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. তুহিন আলম। অভিযানের সময় সংশ্লিষ্ট থানার পুলিশের একটি টিম আইনশৃঙ্খলা বাহীনি সহায়তা করেন।

পরিবেশ অধিদপফতরের সহকারী পরিচালক মো. তুহিন আলম বলেন, পরিবেশ অধিদফতরের অনুমোদন ছাড়া অবৈধ ইটভাটা পরিচালনার অভিযোগে এ ব্যবস্থা নেওয়া হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সম্প্রতি