নেত্রকোনার পূর্বধলার চেকপোস্টে তল্লাশি চালিয়ে আমদানি নিষিদ্ধ ১০২ বোতল ভারতীয় মদসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে পূর্বধলা থানার পুলিশ। সোমবার, (২২ ডিসেম্বর ২০২৫) সকালে দুর্গাপুর–শ্যামগঞ্জ সড়কে লাল মিয়া বাজার শ্রমিক অফিসের সামনে চেকপোস্ট বসিয়ে তাদের আটক করা হয়।
পুলিশ জানায়, সোমবার সকালে চেকপোস্টে তল্লাশি চালিয়ে পুরাতন ১০টি কার্টুনের ভেতর থেকে বিভিন্ন ব্র্যান্ডের মোট ১০২ বোতল আমদানি নিষিদ্ধ ভারতীয় মদ উদ্ধার করা হয়। এ সময় গাড়িতে থাকা তিনজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন-কলমাকান্দা উপজেলার ঘোড়াগাঁও গ্রামের জাহাঙ্গীর উদ্দিন (৩০), জাকির হোসেন (২২) এবং দাওরাদাইর গ্রামের জামাল উদ্দিন (২৮)।
পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দিদারুল ইসলাম জানান, সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধভাবে এসব মাদক সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে সরবরাহের উদ্দেশ্যে বহন করা হচ্ছিল। আটক ব্যক্তিদের কাছ থেকে ভারতীয় মদ ও মাদক পরিবহনে ব্যবহৃত পিকাপ জব্দ করা হয়েছে। সোমবার দুপুরে আটক তিন ব্যক্তির নামে বিশেষ ক্ষমতা আইনে মামলা করে আদালতে প্রেরণ করা হয়েছে।
সারাদেশ: খুলনায় এনসিপি নেতা গুলিবিদ্ধ
বিজ্ঞান ও প্রযুক্তি: ‘সিইও অব দ্য ইয়ার’ সম্মাননা অর্জন করলো বাংলালিংকের প্রধান নির্বাহী
বিজ্ঞান ও প্রযুক্তি: নগদের মাধ্যমে মেট্রোরেলের কার্ড রিচার্জ সুবিধা
বিজ্ঞান ও প্রযুক্তি: ২০২৫ সালে পছন্দের তালিকায় ইনফিনিক্সের যেসব স্মার্টফোন
সারাদেশ: বরুড়ায় কৃষি উপকরণ বিতরণ