image
বরুড়া (কুমিল্লা) : কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ করছেন কৃষি কমকতা -সংবাদ

বরুড়ায় কৃষি উপকরণ বিতরণ

সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫
প্রতিনিধি, বরুড়া (কুমিল্লা)

কুমিল্লার বরুড়ায় বাংলাদেশ টেকসই পুনরুদ্ধার, জরুরী প্রস্তুতি এবং প্রতিক্রিয়া প্রকল্প(বি-স্ট্রং) কৃষি ব্যবস্থা পুনরুদ্ধার কম্পোনেন্ট শীর্ষক প্রকল্পের আওতায় ৩ শতক জমিতে কমিউনিটি হোমস্টিড গার্ডেন করার লক্ষ্যে ১২জন কৃষকের প্রত্যেককে বিনা মূল্যে প্রয়োজনীয় সংখ্যক ১৬ প্রকার শাক সবজির বীজ, জৈব সার, রাসায়নিক সার, জৈব বালাইনাশক, বীজ সংরক্ষণ পাত্র, নেট, জিআই তার, পেঁপে, লেবু, জলপাই, বরই, পেয়ারাসহ বিভিন্ন ফলের চারা বিতরণ করা হয়েছে। গতকাল রোববার দুপুরে উপজেলা কৃষি অফিসারের কার্যালয় ও কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপজেলা কৃষি অফিসার মো. জাহিদুল ইসলাম এসব কৃষি উপকরণ কৃষকদের মাঝে বিতরণ করেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. রাশেদ চৌধুরী, সহকারী কৃষি সম্প্রসারণ অফিসার আলী নেওয়াজ প্রমুখ।

সম্প্রতি