নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে একটি ফার্নিচার মার্কেটে রহস্যজনক অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। গতকাল সোমবার বিকেলে মোগরাপাড়া চৌরাস্তা এলাকার মোতালেব মিয়ার মার্কেটে অগ্নিকান্ডের এই ঘটনা ঘটে। আগুনে মার্কেটের ফার্নিচারের দোকান ছাড়াও গোডাউন ও মুদিমনোহরি দোকানসহ ১২টি দোকানের প্রায় অর্ধকোটি টাকার মালামাল ভস্মিভূত হয়ে যায়।
জানা গেছে, সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া ইউপির বাড়িমজলিস এলাকায় উপজেলা সড়কের পাশে স্থানীয় মোতালেব মিয়ার ফার্নিচার মার্কেটে সোমবার বিকেলে হঠাৎ আগুন লেগে যায়। মুহুর্তেই আগুনের শিখা দেখতে পায় স্থানীয়রা। পরে সেখানে চারপাশ থেকে পানি দেয়ার চেস্টা করে আগুন নেভাতে ব্যর্থ হন তারা। খবর পেয়ে সোনারগাঁ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি ইউনিট প্রায় দেড় ঘন্টা চেস্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। মার্কেটের মালিক মোতালেব মিয়ার ছেলে ফার্নিচার ব্যবসায়ী মামুন মিয়া জানান, তার কর্মচারীরা দোকানে ফার্নিচার তৈরীর কাজ করছিল। হঠাৎ আগুনের তাপ অনুভব করে দেখতে পান অন্যান্য দোকানিরা আগুন বলে চিৎকার করছে। এসময় মার্কেটের সবাই মিলে আগুন নেভানোর চেস্টা করে ব্যর্থ হয়। পরে ফায়ার সার্ভিস গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে মার্কেটের ফানির্চার ও মুদিমনোহরিসহ ১২ টি দোকান ও প্রায় অর্ধকোটি টাকার মালামাল পুড়ে যায়। সোনারগাঁ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ পরিচালক ওসমান গনি জানান, ফার্নিচার মার্কেটটি টিনের তৈরী হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। প্রায় দেড় ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। ধারনা করা হচ্ছে বৈদ্যুতিক সর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত। ক্ষতিগ্রস্থরা হিসেব করে বলতে পারবে তাদের সঠিক ক্ষতির পরিমান কত। ফায়ার সার্ভিসের পাশাপাশি থানা পুলিশও সহযোগিতা করেছে ব্যবসায়ীদের মালামাল রক্ষায়।
সারাদেশ: মহেশপুর নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
অর্থ-বাণিজ্য: ডিএসইতে বড় দরপতন হলেও সিএসইতে উত্থান
সারাদেশ: কালিয়াকৈরে তরুণীর মৃতদেহ উদ্ধার