গোবিন্দগঞ্জে তিন ফসলি কৃষি জমিতে অবৈধভাবে পুকুর খননের দায়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে জমির মালিককে ৫০হাজার টাকা জরিমানা করা হয়েছে। গত সোমবার দুপুরে উপজেলার কামারদহ ইউনিয়নের শেরপুর সতিতলা গ্রামে এঅভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তামশিদ ইরাম খান। অভিযানে কৃষি জমিতে অবৈধভাবে পুকুর খননের দায়ে জমির মালিক কাজী হারুন অররশিদ মামুনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫০হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। স্থানীয় এলাকাবাসী জানান, গোয়ালপাড়া, তারদহ, শেরপুরসহ তুলশী পারার একাংশ শত শত বিঘা জমির বৃষ্টির পানি বছরের পর বছর ধওে এই জমির উপর দিয়েই স্বাভাবিক ভাবে প্রবাহিত হতো। উল্লেখিত জমিটি একটি গুরুত্বপূর্ণ সড়কের মাঝখানে অবস্থিত এবং সংলগ্ন স্থানে একটি ব্রিজ রয়েছে। কিন্তু হঠাৎ কওে জমির মালিক ব্রিজের মুখে পানি চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি কওে পুকুর খননের কাজ শুরু করেন। এতে আশপাশের কৃষি জমি জলাবদ্ধতার আশঙ্কায় পড়ে। অবৈধভাবে পুকুর খনন কালে গ্রামবাসী বাধা দিতে গেলে তাদের বিভিন্ন ভাবে ভয়ভীতি দেখানো হয় বলে অভিযোগ করেন তারা। পরবর্তীতে নিরুপায় হয়ে এলাকাবাসী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অফিসে অভিযোগ দায়ের করেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে অবৈধ পুকুর খননের বিষয়টি গুরুত্ব সহকাওে আমলে নিয়ে তুলশী পারার পুকুর খনন স্থানে গিয়ে তাৎক্ষণিক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা কওে জমির মালিক কাজি হারুনা’র রশিদ মামুনকে ৫০হাজার টাকা জরিমানা করেন। এসময় স্থানীয়রা প্রশাসনের দ্রুতও কার্যকর পদক্ষেপে সন্তোষ প্রকাশ করেন এবং ভবিষ্যতে এধরনের অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রশাসনের কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
বিজ্ঞান ও প্রযুক্তি: টানা দ্বিতীয়বার দেশের নাম্বার ওয়ান মোবাইল হ্যান্ডসেট ব্র্যান্ডের স্বীকৃতি পেল শাওমি
বিজ্ঞান ও প্রযুক্তি: বাংলাদেশে ক্রিয়েটর ডে আয়োজন করল টিকটক
সারাদেশ: রাণীনগরে চেয়ারম্যান গ্রেপ্তার
অর্থ-বাণিজ্য: একীভূত পাঁচ ব্যাংকের শেয়ার শূন্য হয়ে যাচ্ছে