সিরাজগঞ্জে ফুলকপির দাম অস্বাভাবিক হারে কমে যাওয়ায় প্রান্তিক কৃষকেরা মারাত্বক ক্ষতির মুখে পড়েছে। অনেক কৃষক বাধ্য হয়ে কপি বিক্রি না করে গরুর খাদ্য হিসেবে ব্যবহার করছে।
সিরাজগঞ্জ আড়তে প্রতি কেজি ৬ টাকা হিসাবে প্রতি ধরা (৫ কেজি) ৩০ টাকায় বিক্রি হচ্ছে। খুচরা ১০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়াও বড় সাইজের প্রতি পিচ পাতাকপি ১০ টাকায় বিক্রি হচ্ছে। আমদানী ব্যাপক হারে বৃদ্ধি পাওযায় হাট বাজারে কপি নিয়ে কৃষকেরা বিপাকে পড়েছে। ক্রেতারা কপি কিনতে আগ্রহী না । ফলে হাটে কপি নিয়ে বিক্রেতারা অবস্থায় পড়ায় অনেকে তা ৫/৬ টাকা কেজি বিক্রি জন্য হাকডাক করে ক্রেতাদের দৃষ্টি আকর্ষণ করেও সফল হচ্ছে না । বাধ্য হয়ে কপি বাড়িতে নিয়ে গরুকে দিয়ে খাওয়াচ্ছে।
সিরাজগঞ্জ সদর উপজেলার চন্দ্রকোনা গ্রামের কৃষক রফিকুল ইসলাম বলেন, এবছর আবহাওয়া অনুকুলে থাকায় কপির বাম্পার ফলন হয়েছে। অপর এক কৃষক আব্দুল আজিজ বলেন, এবার আবাদ হয়েছে চাহিদার চেয়ে অনেক বেশি যার জন্য আমরা লোকসানের মুখে পড়েছি।
বিজ্ঞান ও প্রযুক্তি: টানা দ্বিতীয়বার দেশের নাম্বার ওয়ান মোবাইল হ্যান্ডসেট ব্র্যান্ডের স্বীকৃতি পেল শাওমি
বিজ্ঞান ও প্রযুক্তি: বাংলাদেশে ক্রিয়েটর ডে আয়োজন করল টিকটক
সারাদেশ: রাণীনগরে চেয়ারম্যান গ্রেপ্তার
অর্থ-বাণিজ্য: একীভূত পাঁচ ব্যাংকের শেয়ার শূন্য হয়ে যাচ্ছে