image
ছবি: সংগৃহীত

দৌলতদিয়ায় গভীর রাতে ছিন্নমূল মানুষের মাঝে কম্বল বিতরণ

মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫
প্রতিনিধি, গোয়ালন্দ (রাজবাড়ী)

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় শীতার্ত ও ছিন্নমূল মানুষের মাঝে কম্বল বিতরণ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাথী দাস। শীতের তীব্রতা বৃদ্ধি পাওয়ায় মানবিক সহায়তা হিসেবে উপজেলা প্রশাসনের উদ্যোগে এসব শীতবস্ত্র বিতরণ অব্যাহতরেখেছেন শীতার্ত মানুষের জন্য। রোববার দিবাগত রাতে দৌলতদিয়া রেলস্টেশন, ফেরি ঘাট ও লঞ্চ ঘাটে অবস্থানরত ছিন্নমূল মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। এছাড়া দৌলতদিয়া বাস টার্মিনাল ও ট্রাক টার্মিনাল এলাকাতেও ভাসমান ও অসহায় মানুষের হাতে কম্বল তুলে দেন ইউএনও সাথী দাস।

এ সময় ইউএনও সাথী দাস ছিন্নমূল মানুষের খোঁজখবর নেন এবং তাদের শীতকালীন দুর্ভোগের কথা শোনেন। তিনি বলেন, শীতার্ত ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো সরকারের দায়িত্ব। প্রকৃত উপকারভোগীদের হাতে শীতবস্ত্র পৌঁছে দিতে উপজেলা প্রশাসন নিয়মিতভাবে কাজ করছে। কম্বল বিতরণে তার সাথে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মো. মুনতাসীর হাসান খান, নাজির মো. সজল সহ আরও কয়েকজন প্রশাসনিক কর্মকর্তা। উপজেলা প্রশাসন সূত্র জানায়, শীত মৌসুমে দৌলতদিয়ার বিভিন্ন এলাকায় শীতার্ত ও অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে।

‘সারাদেশ’ : আরও খবর

সম্প্রতি