image
ছবি: সংগৃহীত

কালিয়াকৈরে তরুণীর মৃতদেহ উদ্ধার

মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫
প্রতিনিধি, কালিয়াকৈর (গাজীপুর)

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চাপাইর আষারিয়া বাড়ি এলাকায় সোমবার দুপুরে আফরিন আক্তার (২১) নামে এক তরুণীর রহস্যজনক মৃত্যু হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যায় পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। নিহত আফরিন আক্তার ওই এলাকার আফসার আলীর মেয়ে এবং টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার কদিমদলা গ্রামের সজিব হোসেনের স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দেড় বছর আগে পারিবারিকভাবে আফরিনের সঙ্গে সজিবের বিয়ে হয়। বিয়ের পর থেকেই তাদের দাম্পত্য জীবনে পারিবারিক কলহ চলছিল। গত বুধবার আফরিন বাবার বাড়িতে বেড়াতে আসেন। সোমবার সকালে স্বামীর সঙ্গে মুঠোফোনে একাধিকবার কথা কাটাকাটি হয় বলে জানা গেছে।

স্বজনদের দাবি, সকাল ১০টার দিকে নাস্তা শেষে আফরিন নিজ কক্ষে প্রবশ করে। পরে বাড়ির লোকজন তাকে ঘরের আড়ার সঙ্গে ওড়না পেচেনো অবস্থায় ঝুলে থাকতে দেখেন। বিকেল সাড়ে ৫ টার দিকে বিষয়টি জানাজানি হলে পুলিশ খবর পায়। পরে ঘরের বারান্দা থেকে শোয়ানো অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।

এ বিষয়ে কালিয়াকৈর থানার উপ-পরিদর্শক শরিফুল ইসলাম বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

‘সারাদেশ’ : আরও খবর

সম্প্রতি