দোয়ারাবাজারে অবৈধভাবে ফসলি জমির মাটি কেটে বিক্রির দায়ে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেছে। গত রোববার বিকালে উপজেলার সুরমা ইউনিয়নের শান্তিপুর হাওর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুশান্ত কুমার সিংহ।
অভিযানকালে দোয়ারাবাজার উপজেলার সুরমা ইউনিয়নের শান্তিপুর গ্রাম সংলগ্ন এলাকায় অবৈধভাবে উপরিস্তরের মাটি কাটার প্রমাণ পাওয়া যায়। এ ঘটনায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ (সংশোধিত ২০২৩) অনুযায়ী মাটি বিক্রির দায়ে বাগড়া গ্রামের আব্দুল করিমের ছেলে আকলছ মিয়া (৩৫)-কে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। একই সঙ্গে অবৈধভাবে মাটি উত্তোলন বন্ধের জন্য নির্দেশনা দেওয়া হয়।
উল্লেখ্য, এর আগে ২০ ডিসেম্বর ‘দোয়ারাবাজারে ফসলি জমির মাটি বিক্রির হিড়িক, অসাধু চক্রের উৎপাত’ শিরোনামে বিভিন্ন পত্রিকা ও অনলাইন মাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। সংবাদ প্রকাশের পরপরই উপজেলা প্রশাসন বিষয়টি গুরুত্ব সহকারে নিয়ে অভিযান পরিচালনা করে।
এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুশান্ত কুমার সিংহ বলেন, ফসলি জমির মাটি বিক্রির বিষয়ে তথ্য পাওয়ার সঙ্গে সঙ্গেই অভিযান পরিচালনা করা হয়েছে। সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে বালু ও মাটি উত্তোলন ও বিক্রির কোনো সুযোগ নেই। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
আন্তর্জাতিক: থাইল্যান্ড-কম্বোডিয়া সীমান্তে নতুন করে সংঘর্ষ
সারাদেশ: মোংলায় চোলাই মদসহ স্বামী স্ত্রী আটক