হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় কৃষিজমির মালিকানা ও এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে অর্ধশতাধিক লোক আহত হয়েছেন। আহতদের মধ্যে অন্তত ২০ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
গতকাল সোমবার বিকালে নবীগঞ্জ উপজেলার কালিয়ারভাঙ্গা ইউনিয়নের মান্দারকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মান্দারকান্দি গ্রামের সাবেক ইউপি সদস্য মরহুম আব্দুল হাই গংয়ের সঙ্গে মুহিত মিয়া গংয়ের দীর্ঘদিন ধরে কৃষিজমির মালিকানা নিয়ে বিরোধ চলে আসছিল। সম্প্রতি একটি জমি রেজিস্ট্রি করাকে কেন্দ্র করে ওই বিরোধ আরও তীব্র হয়।
ঘটনার সূত্রপাত হয় সোমবার দুপুরে, যখন সেমানন্দ ভট্টাচার্য নামের এক ব্যক্তিকে একা পেয়ে প্রতিপক্ষের লোকজন হামলা চালায় বলে অভিযোগ ওঠে। পরে বিকালে উভয় পক্ষের নারী-পুরুষ দেশীয় অস্ত্র নিয়ে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় দুই ঘণ্টাব্যাপি চলা সংঘর্ষে লাঠিসোঁটা ও পিকলসহ বিভিন্ন দেশীয় অস্ত্র ব্যবহার করা হয় এবং ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে।
এতে উভয় পক্ষের অন্তত অর্ধশতাধিক লোক আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রথমে নবীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছালেও সংঘর্ষের তীব্রতা বিবেচনায় বানিয়াচং সেনা ক্যাম্পের একটি দল ঘটনাস্থলে গিয়ে পুলিশকে সহায়তা করে। পরে যৌথ প্রচেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
আহতদের নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। গুরুতর আহতদের মধ্যে আশরাফুল এ বিষয়ে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোনায়েম মিয়া বলেন, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
আন্তর্জাতিক: থাইল্যান্ড-কম্বোডিয়া সীমান্তে নতুন করে সংঘর্ষ
সারাদেশ: মোংলায় চোলাই মদসহ স্বামী স্ত্রী আটক