মুক্তাগাছার তারাটি ইউনিয়নকে বাল্যবিবাহ ও শিশুশ্রম মুক্ত ইউনিয়ন ঘোষণার লক্ষ্যে গণসচেতনতা ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকালে ওয়ার্ল্ডভিশন বাংলাদেশের মুক্তাগাছা সাউথ এপি সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চত্বরে এই ক্যাম্পেইনের আয়োজন করে।
তারাটি ইউনিয়ন পরিষদের প্রশাসক ও সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা তানবীর আহাম্মেদের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হাসিনা জামান। ওয়ার্ল্ড ভিশনের প্রোগ্রাম অফিসার কৃষিবিদ মো. রাকিবুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ও অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. আহসানুল হাবিব, মুক্তাগাছা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম. ইদ্রিছ আলী, ওয়ার্ল্ড ভিশন মুক্তাগাছা এপির ম্যানেজার রোল্যান্ড গোমেজ, ইসলামী ফাউন্ডেশনের এমসি আলহাজ্জ সাখাওয়াত হোসেন, সাংবাদিক ফেরদৌস তাজ, ওয়ার্ল্ড ভিশনের প্রোগ্রাম মো. হাফিজুল হক সোহাগ, বেলি রং, মার্সেল রংদী, যুব ফোরামের সভাপতি রেজোয়ান আল কাফি, শিশু ফোরামের সভাপতি বৃষ্টি আক্তার প্রমুখ।
আন্তর্জাতিক: থাইল্যান্ড-কম্বোডিয়া সীমান্তে নতুন করে সংঘর্ষ
সারাদেশ: মোংলায় চোলাই মদসহ স্বামী স্ত্রী আটক