image
ছবি: সংগৃহীত

সিংড়ায় কৃষি জমিতে পুকুর খনন, প্রশাসনের অভিযান

মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫
প্রতিনিধি, সিংড়া (নাটোর)

নাটোরের সিংড়া উপজেলার চৌগ্রাম ইউনিয়নের তেরবাড়িয়া ও মাঝিপাড়া এলাকায় তিন ফসলি আবাদি কৃষি জমিতে অবৈধভাবে পুকুর খনন করার অভিযোগে সিংড়া উপজেলা প্রশাসন মোবাইল কোর্ট পরিচালনা করেছেন। গতকাল সোমবার সন্ধ্যায় সিংড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আব্দুল্লাহ আল রিফাতের নেতৃত্বে পরিচালিত অভিযান উপজেলার তেরবাড়িয়া এলাকায় একটি এক্সকেভেটর আটক করে এসময় সহযোগীরা পালিয়ে যেতে সক্ষম হয়। পরবর্তীতে একই ইউনিয়নের মাঝিপাড়া এলাকায় অভিযান চালিয়ে আরও একটি এক্সকেভেটর উদ্ধার করা হয়। সিংড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আব্দুল্লাহ আল রিফাত জানায়, কৃষি জমিতে অবৈধভাবে মাটি কাটা ও পুকুর খনন আইনত দ-নীয় অপরাধ। এ ধরনের কর্মকা- পরিবেশ ও কৃষি উৎপাদনের জন্য মারাত্মক ক্ষতিকর। ভবিষ্যতে অভিযান অব্যহত থাকবে।

‘সারাদেশ’ : আরও খবর

সম্প্রতি