ঝিনাইদহের মহেশপুর উপজেলার নোয়ানি পাড়া গ্রামে এক মর্মান্তিক ঘটনায় মনোয়ারা বেগম (৫৫) নামে এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। মঙ্গলবার, (২৩ ডিসেম্বর ২০২৫) সকালে পরিবারের সদস্যরা ঘুম থেকে উঠে বাড়ির সামনে একটি লেবু গাছে তার নিথর দেহ ঝুলতে দেখে তাৎক্ষণিকভাবে পুলিশকে অবহিত করেন। নিহত মনোয়ারা বেগম ওই গ্রামের ইউনুস আলীর স্ত্রী। খবর পেয়ে মহেশপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ও স্বজনদের সম্মতির ভিত্তিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়। স্বজনরা জানান, মনোয়ারা বেগম দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন।
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রাথমিকভাবে এটি অস্বাভাবিক মৃত্যু হিসেবে নথিভুক্ত করা হয়েছে এবং আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।
আন্তর্জাতিক: থাইল্যান্ড-কম্বোডিয়া সীমান্তে নতুন করে সংঘর্ষ
সারাদেশ: মোংলায় চোলাই মদসহ স্বামী স্ত্রী আটক