image

ডিমলায় পরকীয়ার প্রতিবাদ করায় গৃহবধূ হত্যা, স্বামীসহ ৫ জনের বিরুদ্ধে থানায় মামলা

মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫
প্রতিনিধি, ডিমলা (নীলফামারী)

নীলফামারীর ডিমলায় স্বামীর পরকীয়ায় বাধা দেওয়ায় মারপিট করে রুবিনা আক্তার (২৫) নামে এক গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্বামীসহ ৫ জনের বিরুদ্ধে থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে।

থানা সূত্রে জানা গেছে, ডিমলা উপজেলার বালাপাড়া ইউনিয়নের উত্তর সুন্দরখাতা (ভাটিয়াপাড়া) গ্রামের মো. রবিউল ইসলামের মেয়ে রুবিনা আক্তারের সঙ্গে প্রায় চার বছর আগে পশ্চিম খড়িবাড়ি (রহমানগঞ্জ) গ্রামের মকবুল হোসেনের ছেলে রফিকুল ইসলাম (৩২)-এর বিয়ে হয়। দাম্পত্য জীবনে রুবিনা আক্তার দুই সন্তানের জননী ছিলেন।

অভিযোগ অনুযায়ী, বিয়ের কিছুদিন পর মো, রফিকুল ইসলাম পরকীয়ায় জড়িয়ে পড়েন। বিষয়টি জানতে পেরে স্ত্রী রুবিনা আক্তার প্রতিবাদ করলে দাম্পত্য কলহ শুরু হয়। একপর্যায়ে এ ঘটনাকে কেন্দ্র করে তাকে নিয়মিত শারীরিক ও মানসিক নির্যাতন করা হতো।

সর্বশেষ গত রোববার (২১ ডিসেম্বর) প্রথমে সন্ধ্যার দিকে এবং পরে গভীর রাতে তাকে বেধড়ক মারপিট করা হয়। একপর্যায়ে রাত আনুমানিক ২টার দিকে রুবিনা আক্তারের মৃত্যু হয়।

অভিযোগে আরও বলা হয়, ঘটনার পর হত্যাকারীরা বিষয়টি ভিন্ন খাতে প্রবাহিত করতে প্রথমে ঘরের তীরের সঙ্গে রশি দিয়ে ঝুলিয়ে রাখে এবং পরে মৃত্যু নিশ্চিত হলে লাশ বিছানায় শুইয়ে রাখে। এরপর স্বামীর বাড়ির লোকজন প্রতিবেশীদের কাছে আত্মহত্যার গুজব ছড়ায়।

এ ঘটনায় নিহত রুবিনা আক্তারের মা গোলাপী বেগম স্বামী রফিকুল ইসলামসহ ৫ জনকে আসামি করে ডিমলা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।

ডিমলা থানার অফিসার ইনচার্জ মো. শওকত আলী সরকার জানান, এ ঘটনায় একটি হত্যা মামলা রুজু করা হয়েছে এবং অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

সোমবার বিকেলে সহকারী পুলিশ সুপার মো. নিয়াজ মেহেদী ঘটনাস্থল পরিদর্শন করেন।

‘সারাদেশ’ : আরও খবর

সম্প্রতি