মুন্সীগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সম্প্রতি জলবায়ু পরিবর্তন, ফল উৎপাদন ও বাজার ব্যবস্থাপনা শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এ প্রশিক্ষণের আয়োজন করে।
প্রধান অতিথি জেলা প্রশাসক সৈয়দা নূরমহল আশরাফী বলেন, জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক প্রযুক্তি, প্রশিক্ষণ ও বাজারসংযোগ একসঙ্গে উন্নয়ন জরুরি। কৃষি দেশের অর্থনীতির মূল শক্তি উল্লেখ করে তিনি কৃষকের পক্ষে সরকারের অবস্থান তুলে ধরেন।
সভাপতির বক্তব্যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. মো. হাবিবুর রহমান বলেন, অস্বাভাবিক আবহাওয়া ও রোগবালাইয়ের কারণে ফল উৎপাদনে ঝুঁকি বাড়ছে। মাঠপর্যায়ে আধুনিক প্রযুক্তি পৌঁছে দেওয়া এখন সময়ের দাবি। গবেষক, কৃষি কর্মকর্তা ও কৃষকদের অংশগ্রহণে অনুষ্ঠানে উঠে আসে-ফসল কাটার পর সংরক্ষণ সমস্যায় কৃষকের সবচেয়ে বেশি ক্ষতি হয়। মিনি কোল্ড স্টোরেজ স্থাপন হলে সবজি সংরক্ষণ করে ন্যায্য মূল্য পাওয়া সহজ হবে। কৃষকেরা ছোট কোল্ড স্টোরেজ স্থাপনে সহজ শর্তে ঋণ সুবিধার দাবি জানান। দিনব্যাপী প্রশিক্ষণে ক্লাইমেট-স্মার্ট প্রযুক্তি, টেকসই ফল উৎপাদন, আধুনিক সেচ ব্যবস্থা ও বাজারসংযোগ নিয়ে বিস্তৃত আলোচনা হয়। অংশগ্রহণকারীরা প্রশিক্ষণটিকে সময়োপযোগী ও কৃষকবান্ধব হিসেবে উল্লেখ করেন।
অর্থ-বাণিজ্য: চট্টগ্রামে আরও ইপিজেড করার দাবি ব্যবসায়ীদের
অর্থ-বাণিজ্য: কিছু এলাকার কারখানা বন্ধ রাখার পরামর্শ বিজিএমইএর
অর্থ-বাণিজ্য: রেজল্যুশনের আওতায় সব এনবিএফআই
অর্থ-বাণিজ্য: ডিএসইতে বড় দরপতন হলেও সিএসইতে উত্থান
অর্থ-বাণিজ্য: বিমা ব্যবস্থা টেকসই করার আহ্বান আইডিআরএ চেয়ারম্যানের
অর্থ-বাণিজ্য: একীভূত পাঁচ ব্যাংকের শেয়ার শূন্য হয়ে যাচ্ছে