image
চকরিয়া (কক্সবাজার) : ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের একটি টিম অভিযান পরিচালনা করেন -সংবাদ

চকরিয়ায় সুপারশপের বিরুদ্ধে ভোক্তা অধিকারের মামলা

মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫
প্রতিনিধি, চকরিয়া (কক্সবাজার)

কক্সবাজারের চকরিয়া উপজেলা সদরের খাবার হোটেল, সুপারশপ ও ইলেকট্রিকস সামগ্রীর দোকানে অভিযান পরিচালনা করেছে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের একটি টিম। এসময় এসব দোকানে মেয়াদোত্তীর্ণ পন্য সামগ্রি বিক্রি ও মালামালের মূল্য তালিকা প্রদর্শন না করা, পন্যের গায়ে লেবেল না থাকা, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরী এবং বিক্রি ও নকল ইলেকট্রিকস সামগ্রী বিক্রির প্রমাণ পেয়েছে অভিযান টিম। ক্রেতার সঙ্গে এধরণের অভিনব প্রতারণায় জড়িত থাকার অপরাধে অভিযুক্ত চার দোকানের বিরুদ্ধে মামলা দিয়ে ৪০ হাজার টাকা জরিমানা করেছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কক্সবাজারের সহকারী পরিচালক হাসান আল মারুফ।

সোমবার দুপুরে চকরিয়া পৌরশহরের বাণিজ্যিক জনপদ সোসাইটি, উপজেলা ভুমি অফিস সেন্টার ও চকরিয়া আর্মি ক্যাম্প সংলগ্ন এলাকায় আলাদাভাবে এ অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযানে চকরিয়া উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর আরিফুল ইসলাম, পৌরসভার স্যানিটারী পরিদর্শক মোঃ হায়দার আলী, খাদ্য পরিদর্শক ও চকরিয়া থানা পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন।

অভিযানের বিষয়টি নিশ্চিত করে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালনকারী চকরিয়া উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর আরিফুল ইসলাম বলেন, অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন -২০০৯ এর বিভিন্ন ধারায় অপরাধ প্রমাণিত হওয়ায় নবাব বাড়ি রেস্টুরেন্টেকে ১০ হাজার টাকা, বাজর ব্যাগ সুপারশপকে ৫ হাজার টাকা, ইয়াম্মী ফুড বেকারীকে ১০ হাজার টাকা ও জুনি ইলেকট্রনিকসকে ১৫ হাজার টাকাসহ চারটি প্রতিষ্টানকে মোট ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কক্সবাজারের সহকারী পরিচালক হাসান আল মারুফ বলেন, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন লঙ্ঘন করায় চকরিয়া উপজেলার চারটি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। পাশাপাশি প্রতিষ্টানসমুহকে একই অপরাধ পুনরায় না করার জন্য সতর্ক করা হয়েছে। জনস্বার্থে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এই অভিযান অব্যাহত থাকবে।

‘সারাদেশ’ : আরও খবর

সম্প্রতি