image

দামুড়হুদায় রক্ষনাবেক্ষনের অভাবে সৌর সড়ক বাতির বেহাল দশা

মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫
প্রতিনিধি, দামুড়হুদা (চুয়াডাঙ্গা)

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার গুরুত্ব পুর্ণ জনবহুল সড়কে বসানো অধিকাংশ সৌর বাতির, সোলার প্যানেলসহ নানা সরঞ্জাম রক্ষণাবেক্ষণের অভাবে নষ্ট হয়ে গেছে। এর ফলে অকেজো হয়ে দাঁড়িয়ে আছে খুঁটিগুলো। দিন দিন বৃদ্ধি পাচ্ছে অচল সৌর বাতির সংখ্যা জানা গেছে, উপজেলার রাস্তাাঘাট, হাটবাজারে মহল্লা, হাসপাতাল সড়ক সহ জনগুরুত্বপূর্ণ স্থানে সৌর ল্যাম্প স্থাপনের মাধ্যমে আলোর ব্যবস্থা করে রাতের অন্ধকারে জনগণের নির্বিঘে্ন চলাচল নিশ্চিত করেছিল গ্রামীণ অবকাঠামো সংস্কার (কাবিখা) এবং গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টিআর)। সৌর ল্যাম্প গুলো স্থাপন ও রক্ষণাবেক্ষণের জন্য চুক্তিবদ্ধ হয়েছিল ঠিকাদার প্রতিষ্ঠান। সরকারের সঙ্গে ঠিকাদারি প্রতিষ্ঠানের চুক্তির মেয়াদ শেষ হয়ে যাওয়ার ফলে রক্ষণাবেক্ষণের অভাবে সৌর ল্যাম্পের বাতি, সোলার প্যানেল, ব্যাটারি, লাইটসহ ইত্যাদি যন্ত্রাংশ নষ্ট এবং চুরি হওয়ার কারণে গ্রামীণ রাস্তা গুলো এখন দিন দিন ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে। সড়কের পাশে জনগুরুত্ব স্থানে সৌর ল্যাম্পগুলো রাতে না জ্বলায় ও মেরামতের অভাবে অন্ধকারে দুর্ভোগ পোহাতে হচ্ছে সড়কে চলাচল সাধারণ মানুষের।

সরেজমিনে উপজেলার বিভিন্ন পাড়া-মহল্লার সড়ক ঘুরে দেখা যায়, কোনো কোনো সড়কে সৌর ল্যাম্প আছে কিন্তু আলো জ্বলে না, আবার কোনো কোনো সড়কে সৌর ল্যাম্পের সেন্সর নষ্ট হয়ে দিনের বেলাতেই বাতি জ্বলে আর নিভে। উপজেলা পরিষদের মধ্যে পানির পাম্পের সামনে ব্যাটারি, লাইটসহ চুরি হয়ে গেছে । সাব রেজিষ্টার সড়কে বকুল গাছে চাপা পড়ে রয়েছে সৌর ল্যাম্পে খোদ উপজেলার চৌরাস্তা মোড়ে নষ্ট হয়ে অকেজো হয়ে গেছে সড়কের সৌর ল্যাম্প।জনগুরুত্ব সড়কেরএপারে -ওপারে ব্রীজের মুখে স্থাপিত সৌর ল্যাম্প গুলো অকোজো। মহল্লার নানা সড়কে সৌর ল্যাম্প অকেজো হয়ে দাঁড়িয়ে আছে খুঁটিগুলো। দিন দিন বৃদ্ধি পাচ্ছে অচল সৌর ল্যাম্পের সংখ্যা। রক্ষনাবেক্ষনের অভাবে সড়ক বাতির বেহাল দশা যেন অভিভাবক বিহীন হয়ে গেছে। এখন অকেজো হয়ে দিন দিন কমে যাচ্ছে সৌর ল্যাম্পের সংখ্যা। এর ফলে অন্ধকার গ্রাস করছে গ্রামীন সড়ক গুলো। এতে করে রক্ষণাবেক্ষণের অভাবে সৌর ল্যাম্পের আলোর ভবিষ্যৎ অন্ধকারের দিকে ধাবিত হচ্ছে। উপজেলার প্রত্যন্ত গ্রামের গুরুত্বপূর্ণ স্থান গুলোয় স্থাপন করা সোলার প্যানেল সৌর ল্যাম্পগুলো অধিকাংশ এখন অকেজো অবস্থায় পড়ে রয়েছে। সড়ক বাতিগুলো না জ্বলায় অন্ধকারে ডুবে থাকে সড়কগুলো। আলোর সুফল থেকে বঞ্চিত হচ্ছেন স্থানীয় জনগণ। ফলে সরকারের এই মহতি উদ্যেগ জলে ডুবে হিমশিম খেতে শুরু করেছে বলে মনে করছেন স্থানীয় লোকজন।

চা ব্যবসায়ী মো. আশরাফুল বলেন, ব্রীজ মুখে এপারে আমার চায়ের দোকান। এপার ওপারের ব্রীজ মুখে সৌর ল্যাম্প গুলোএখন অকেজে। রাতে বাতি না জ্বলার কারনে এই স্থানটি অন্ধকার হয়ে থাকে। তা অত্যান্ত দুঃখ জনক।

আইনজীবি ইসমাইল হোসেন বলেন,সড়কের অধিকাংশ সৌর ল্যাম্প নষ্ট থাকায় রাতে অন্ধকারে সড়কে চলাচল করতে হচ্ছে। দ্রুত এগুলো মেরামতের প্রয়োজন। দামুড়হুদা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হজরত আলী নিকট এ বিষয় মোবাইল ফোনে জানতে চাইলে তিনি মোবাইল ফোন রিসিভ করেনি। দামুড়হুদা বাজার কমিটির সম্পাদক শাহজালাল বাবু বলেন, বাজারে বিভিন্ন স্থানে সৌর ল্যাম্প এখন অকেজো। সৌর বাতি স্থাপনের পর যদি নিয়মিত মেরামত ও সংস্কার করা হতো এবং কোনো অংশ নষ্ট হলে তা পরিবর্তনের ব্যবস্থা করলে উন্নয়নটা স্থায়ী এবং বাজার ব্যবসায়ীসহ মানুষজন সুফল ভোগ করতো। দ্রুত ব্যবস্থা নিলে সবাই এর সুফল দীর্ঘ দিন ভোগ করতে পারবে। এলাকার সাধারন মানুষের দাবী স্থাপিত সৌর ল্যাম্প অকেজো হয়ে পড়ার কারনে এর তালিকা দিন দিন দীর্ঘ হচ্ছে। উপজেলা জুড়ে সরকার গ্রামীণ অবকাঠামো উন্নয়নের জন্য সৌর ল্যাম্প বাবদ টাকা খরচ করল ঠিকই কিন্তু আলোর ভবিষ্যৎ অন্ধকারেই নিমজ্জিত হতে চলেছে।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকতার নিকট গ্রামীণ অবকাঠামো উন্নয়নে আলোর ভবিষ্যৎ অন্ধকারেই নিমজ্জিত হওয়ার আগেই রক্ষণাবেক্ষণও দ্রুত মেরামতের উদ্যেগ গ্রহনের জন্য জোর দাবী জানিয়েছেন।

‘সারাদেশ’ : আরও খবর

সম্প্রতি