নীলফামারীর ডোমারে দিনে দুপুরে বাড়ী থেকে মটরসাইকেল ও স্বর্ণালঙ্কার চুরি। বাড়ীতে কেউ না থাকার সুযোগে পিছনের গেট দিয়ে প্রবেশ করে এসব নিয়ে যায় চোরেরা। দিনের বেলায় এমন ঘটনায় আতঙ্কিত এলাকাবাস্। নিরাপত্তা নিয়ে ভয়ে দিন রাত কাটছে তাদের।
ঘটনাটি ঘটেছে গতকাল সোমবার দুপুরে উপজেলার সদর ইউনিয়নের ডাঙ্গাপাড়া গ্রামের অমত চন্দ্র রায়ের বাড়ীতে। এসময় চোরেরা ঘরে থাকা একটি লিভো ১১০সিসি মটরসাইকেল , টেরাং এর তালা ভেঙ্গে স্বর্ণের গলার হার, কানের ঝুমকা, হাতের রুলি, বাচ্ছার পদক নিয়ে যায়। চোরেরা প্রায় ৪ লাখ টাকার মালামাল নিয়ে গেছে।
বাড়ীর মালিক অমত চন্দ্র রায় জানান, বাড়ীর সবাই সকালে নাস্তার ভাত খেয়ে সামনের গেটে তালা লাগিয়ে মাঠে কাজ করতে যান। দুপুরে তার স্ত্রী বাড়ী এসে দেখেন ঘরের দরজা খোলা। রুমে প্রবেশ করে দেখেন হোন্ডা নাই। টেরাং এর তালা ভেঙ্গে নিয়ে গেছে বৌমার গলার হার, ঝুমকা, রুলি, পদক। চোরেরা বাড়ীর পিছনের গেট দিয়ে ভিতরে প্রবেশ করে। সেই পথ দিয়ে বের হয়ে গেছে। আগে রাতে কোন দিন বাড়ী চুরি হলো না। এখন এমন যুগ আসলো দিনে চুরি হওয়া শুরু হয়ে গেল।
ডোমার সদর ইউনিয়ন চেয়ারম্যান মাসুম আহমেদ চুরির ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন আমার ইউনিয়নে এই প্রথম দিনের বেলায় বাড়ী থেকে মটরসাইকেল ও টেরাং এর তালা ভেঙ্গে স্বর্ণলঙ্কার চুরি করে নিয়ে যায়। আমি অমত চন্দ্র রায়কে আইনের আশ্রয় নেওয়ার পরামর্শ দিয়েছি।