চট্টগ্রামের রাউজানে এখন আতঙ্কের নাম ‘দুর্বৃত্তের অগ্নিসংযোগ’। ঘরের বাসিন্দাদের দরজার ছিটকিনি দিয়ে ভেতরে আটকে বাইরে থেকে দেয়া হচ্ছে আগুন। গত এক সপ্তাহে উপজেলায় এমন তিনটি ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তবে সবকটি ঘটনাই ঘটেছে সংখ্যালঘুদের ঘরে। সর্বশেষ গতকাল সোমবার রাত ৪টার দিকে রাউজান পৌরসভার ৫নং ওয়ার্ডের পশ্চিম সুলতানপুর গ্রামের বণিকপাড়ায় বাইরে থেকে দরজা আটকে দিয়ে দুটি ঘরে আগুন দেয়ার অভিযোগ উঠেছে। আগুনে ঘর দুটি পুড়ে ছাই হয়ে গিয়েছে। এতে ক্ষতিগ্রস্তরা হলেন সুখ শীল ও অনিল শীল। বাসিন্দারা জানান, রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়ি। রাতে হঠাৎ দেখি আগুন। টিন ও বাঁশের বেড়া কেটে ঘর থেকে বের হয়ে প্রাণে রক্ষা পেয়েছি।
আগুনের খবর পেয়ে মঙ্গলবার, (২৩ ডিসেম্বর ২০২৫) সকাল সাড়ে ১০টায় ঘটনাস্থল পরিদর্শন করেন রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম রাহাতুল ইসলাম ও সহকারী কমিশনার (ভূমি) অংছিং মারমা। আগুন দেয়ার বিষয়টি নিশ্চিত করে রাউজান থানার ওসি সাজেদুল ইসলাম বলেন, ‘ভোর ৪টায় আগুনের খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। দুটি ঘরের বাইরে দরজায় হুক দিয়ে আগুন লাগিয়ে দিয়েছে দুর্বৃত্তরা। ঘরের বেড়া কেটে বাসিন্দারা বের হয়েছেন। আমরা দুর্বৃত্তদের শনাক্ত করার চেষ্টা চালাচ্ছি।’
এর আগে গত শুক্রবার গভীর রাতে রাউজান পৌরসভার ৮নং ওয়ার্ডের ঢেউয়াপাড়া গ্রামে হিন্দু সম্প্রদায়ের দুটি ঘরে দরজায় তালা লাগিয়ে আগুন দেয়ার অভিযোগ উঠে। এর আগের দিন বৃহস্পতিবার ৭নং রাউজান ইউনিয়নের কেউটিয়া বড়–য়াপাড়া গ্রামের সাধন বড়–য়া নামে এক ব্যক্তির ঘরেও একই ঘটনা ঘটে। দুটি ঘটনায় থানায় অজ্ঞাত আসামি করে মামলা হয়।