image
ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

পুকুর ঘিরে শঙ্কা, শ্রীনগরে সরকারি জলাশয় দখলের অভিযোগ

বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫
প্রতিনিধি, মুন্সীগঞ্জ

শ্রীনগর উপজেলার বালাশুর এলাকায় একটি সরকারি পুকুর ঘিরে আবারও দখল শঙ্কা দেখা দিয়েছে। স্থানীয়দের ভাষ্য, “এতিমখানা সরকারি পুকুর” নামে পরিচিত এবং যদু বাবু রায়বাহাদুরের পুকুর হিসেবে পরিচিত জলাশয়টির পাড় ভরাট করে দখলের চেষ্টা চলছে। এলাকাবাসী জানান, প্রায় দুই দশক ধরে ১৫ থেকে ২০টি পরিবার এই পুকুরের ওপর নির্ভরশীল। পানি সংগ্রহ, গোসলসহ দৈনন্দিন নানা কাজে ব্যবহার হয়ে আসছে পুকুরটি। সম্প্রতি সুমন বেপারী নামে এক ব্যক্তি পুকুরের পাড়ে মাটি ভরাট শুরু করলে এলাকায় উদ্বেগ ছড়িয়ে পড়ে। স্থানীয়দের অভিযোগ, সরকারি দাগ নম্বর ১০৬৪-এর এই পুকুর দখলের চেষ্টা সম্পূর্ণ বেআইনি। এখনই কার্যকর ব্যবস্থা না নিলে ধীরে ধীরে পুরো পুকুরটি হারিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। এতে শুধু সরকারি সম্পত্তিই নয়, এলাকার সাধারণ মানুষের জীবনযাপনও ক্ষতিগ্রস্ত হবে।

অভিযোগের প্রেক্ষিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিন উদ্দিন সহকারী কমিশনার (ভূমি), শ্রীনগরকে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। স্থানীয় বাসিন্দা সইদুন বেগম ইউএনও বরাবর লিখিত অভিযোগ পাঠিয়ে বিষয়টি গুরুত্বসহকারে দেখার অনুরোধ জানান। এ বিষয়ে ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার ও মুন্সীগঞ্জ জেলা প্রশাসককেও অবহিত করা হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। এলাকাবাসীর প্রত্যাশা, প্রশাসনের সক্রিয় হস্তক্ষেপে পুকুরটি রক্ষা পাবে।

তবে স্থানীয়দের অভিযোগ, সহকারী কমিশনার (ভূমি) সরেজমিনে গিয়ে ঘর সরিয়ে নেওয়ার নোটিশ দিলেও এখন পর্যন্ত কার্যকর কোনো পদক্ষেপ দেখা যায়নি। ফলে দখলচেষ্টা বন্ধ হবে কি না, তা নিয়ে অনিশ্চয়তা কাটেনি।

পুকুরটি রক্ষা না পেলে একটি সরকারি জলাশয় হারানোর পাশাপাশি স্থানীয়দের দৈনন্দিন প্রয়োজন মেটানোর একটি গুরুত্বপূর্ণ উৎসও বন্ধ হয়ে যাবে বলে আশঙ্কা করছেন এলাকাবাসী।

‘সারাদেশ’ : আরও খবর

সম্প্রতি