image
সুবর্ণচর (নোয়াখালী) : ধ্বংসাত্মক ইটভাটা -সংবাদ

সুবর্ণচরে গুড়িয়ে দেওয়া হলো অবৈধ ২টি ইটভাটা ও অর্থদন্ড

বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫
প্রতিনিধি, সুবর্ণচর (নোয়াখালী)

নোয়াখালী জেলার সুবর্ণচর উপজেলাতে দুটি অবৈধ ইটভাটা ভেঙে গুড়িয়ে দিয়েছে উপজেলা প্রশাসন।

অভিযানে ইটভাটাগুলোর কিলন ও চিমনি ভেঙে দিয়ে আগুন নিভিয়ে দেয়া হয় উপস্থিত। গত মঙ্গলবার নোয়াখালী জেলা পরিবেশ অধিদপ্তর ও সুবর্ণচর উপজেলা প্রশাসনের যৌথ উদ্যাগে এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় উপজেলার চর জুবিলী ইউনিয়নের চর বাগ্যাস্থ মেসার্স আল্লারদান ব্রিকস (এ.ডি. বি. ব্রিকস) এবং চর জব্বর ইউনিয়নের পশ্চিম চরজব্বর ইউনিয়নের মাহিন ব্রিকস প্রকাশ (আলিফ ব্রিকস) এ । অভিযানে ভ্রাম্যমাণ আদালতের টিম ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) এর বর্ণিত অপরাধ ভঙ্গের দায়ের উক্ত আল্লারদান ব্রিকসকে ১ লক্ষ টাকা এবং মাহিন ব্রিকসকে ১ লক্ষ টাকা করে উভয় ভাটার মালিক পক্ষ মোট ২ লক্ষ টাকা অর্থদ- প্রদান করে।

এরপর টিম অভিযান পরিচালনাকালে উক্ত অবৈধ দুটি ব্রিকস ফিল্ডকে ভেঙে গুড়িয়ে দেওয়া দেন এবং পানি দিয়ে চিমনীর আগুন নিভিয়ে দিলেন। উক্ত মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলার সহকারী কমিশনার( ভূমি) ও বিজ্ঞ ম্যাজিট্রেট ছেনমং রাখাইন । এ সময় উপস্থিত ছিলেন, জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক নুর হাসান সজীব, বাংলাদেশ সেনাবাহিনীর একটি টিম, চরজব্বার থানা পুলিশ ও সুবর্ণচর ফায়ার সার্ভিসের সদস্যরা। খোঁজ নিয়ে জানা যায়, এর আগে যৌথ অভিযানে মেসার্স আল্লারদান ব্রিকস ও মাহিন ব্রিকস ভেঙে দিয়ে ভাটা পরিচালনায় নিষেধাজ্ঞা দেয়া হয়। কিন্তু সে আইন লঙ্ঘন করে ফের চালু করায় আজকের অভিযানে ইটভাটার অর্থদন্ড আদায় করা হয়েছে। অবৈধ ইটভাটর বিরুদ্ধে অভিযানের বিষয়ে সরকারের নির্দেশনা ও মহামান্য হাইকোর্টের আদেশ বাস্তবায়ন অব্যাহত থাকবে বলে জানান জেলা পরিবেশ অঅধিপ্তর কর্মকর্তা মিহির লাল সরদার।

উল্লেখ্য; বিগত আওয়ামীলীগের সরকারের সাবেক স্থানীয় সংসদ সদস্য একরামুল করিম চৌধুরীর আনুকুল্যে ছাত্রলীগ, যুবলীগের নামধারী নেতারা বিগত বছরগুলোতে নোয়াখালীর শস্য ভান্ডারখ্যাত সুবর্ণচর উপজেলায় ১২টি ইটভাটা গড়ে ওঠে তুলে রাজনৈতিক ছত্রছায়াতে। আর এসব ইটভাটায় প্রতিনিয়ত পুড়ছে কাচা লাড়কী। উজাড় হচ্ছে বনভূমি। আবার আবাদযোগ্য ফসলের মাঠ থেকে উৎকৃষ্ট মানের মাটি (টপ সয়েল) কেটে নিয়ে যাওয়ার ফলে ফসল উৎপাদনে ব্যাহত হচ্ছে।

পরিবেশ ও জৈববৈচিত্র হুমকির মুখে রয়েছে। সড়ক ও ব্যবসায়ীদের মাঝে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়েছে। এসব অবৈধ ইটভাটা বন্ধে ব্যবস্থা নিতে একাধিক মানববন্ধন কর্মসূচি পালন করেছে সামাজিক সংগঠন। তবে সুবর্ণচরে উপকূলীয় পরিবেশ রক্ষা আন্দোলন নামে একটি সামাজিক সংগঠনের ইটভাটা নিয়ে নিরবতা পালনে জনমনে ক্ষোভ সৃষ্টি দেখা গেছে। নাম প্রকাশে অনিচ্ছুক অনেকে দাবি তুলেছেন সংগঠনটি সুবিধা নিয়ে ইটভাটা সংক্রান্ত কোন পদক্ষেপ নেন না।

‘সারাদেশ’ : আরও খবর

সম্প্রতি