মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার মির্জাপুর ইউনিয়নে বড়ছড়া পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি লিমিটেডের ২৩তম বার্ষিক সাধারণ সভা ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
গতকাল মঙ্গলবার সকাল ১১টায় শহশ্রী বাজারে অনুষ্ঠানের উদ্বোধন করেন মির্জাপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. সুফি মিয়া। সমিতির সদস্য মো. তাজ উদ্দিন অনুষ্ঠানের সঞ্চালনা করেন। সভা পবিত্র কোরআন ও গীতাপঠের মাধ্যমে শুরু হয়। সমিতির সভাপতি মো. মছদ্দর আলী স্বাগত বক্তব্য রাখেন এবং সম্পাদক শেখ সবুজ আলম বার্ষিক প্রতিবেদন পাঠ করেন।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা নির্বাহী প্রকৌশলী আহমেদ আবদুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে ছিলেন শ্রীমঙ্গল উপজেলা বিএনপির আহবায়ক নূরে আলম সিদ্দিকী, জেলা সমবায় কর্মকর্তা মুশাহিদুর রেজা চৌধুরী, উপজেলা প্রকৌশলী মো. ইউসুফ হোসেন খাঁন, উপজেলা সমবায় কর্মকর্তা মো. আমিরুল ইসলাম, মির্জাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিছলু আহমেদ চৌধুরী, সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. আব্দুর নূর ও ভাঙ্গোয়াছড়া সমিতির সাবেক সভাপতি মৌলানা ফজলুল হক।