ভৈরবে র্যাবের তাড়া খেয়ে গাড়ি ভর্তি বিপুল পরিমাণ ভারতীয় মদ ফেলে পালিয়েছে মাদক ব্যবসায়ীরা। এ সময় গাড়ির ভিতর থেকে নয়টি ব্রান্ডের ১ হাজার ৬৪৮ বোতল মদ পাওয়া যায়। গত মঙ্গলবার সন্ধ্যা ৮টার দিকে পৌর শহরের ভৈরবপুর এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা গাড়ি থেকে এই মদ উদ্ধার করে র্যাব-১৪, সিপিসি-২, ভৈরব ক্যাম্পের সদস্যরা। উদ্ধারকৃত মদের আনুমানিক বাজারমূল্য প্রায় ৫৪ লক্ষ টাকা বলে জানিয়েছে র্যাব।
র্যাব জানায়, বিপুল পরিমান মদ বহন করে একটি গাড়ি ঢাকার উদ্দেশ্য যাবে এমন গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৪ ভৈরব ক্যাম্পের সদস্যরা সৈয়দ নজরুল ইসলাম সেতুর টোলপ্লাজার ভৈরব প্রান্তে চেকপোষ্ট বসায়। তখন র্যাবের উপস্থিতি টের পেয়ে গাড়িটি দ্রুত গতিতে র্যাবের নজর এড়াতে ভৈরবপুর এলাকায় ঢুকে পরে। পরে র্যাব সদস্যরা গাড়িটির পিছনে ধাওয়া করলে এক পর্যায়ে চালক গাড়িটিকে একটি স্থানে রেখে পালিয়ে যায়। পরে গাড়িটিতে তল্লাশি করলে সামনে ও পিছনের কেবিনে রাখা ৯টি ব্যান্ডের ১ হাজার ৬৪৮ বোতল ভারতীয় মদ পাওয়া যায়।