image
ছবি: সংগৃহীত

ভোলাহাটে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫
প্রতিনিধি, ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ)

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে উপজেলা প্রশাসনের আয়োজনে মাসিক আইন-শৃঙ্খলা, সমন্বয় কমিটি উপজেলা নির্বাহী অফিসার মো শাহীন মাহমুদের সার্বিক তত্বাবধানে ও সভাপতিত্বে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শামীম হোসেন। বুধবার, (২৪ ডিসেম্বর ২০২৫) সকাল ১০টায় উপজেলা মডেল মসজিদ মিলনায়তনে বিভিন্ন অনুষ্ঠানমালা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন, নয়া থানা অফিসার ইনচার্জ মো. একরামুল হোসাইন, চাঁনশিকারী বিজিবি কোম্পানী কমাণ্ডার সুবেদার মো. মাহবুব আলম ও সুবেদার মো. ইদ্রিস আলী, ইউপি চেয়ারম্যানগণ- আলহাজ্ব মো. মোজাম্মেল হক চুটু, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. সুলতান আলী, এলজিইডি ইঞ্জিনিয়ার মো. আহারাম আলী, মৎস্য অফিসার সঞ্জয় কুমার সরকার, যুব উন্নয়ন অফিসার মো. রবিউল ইসলাম কবিরাজ, আরডিও মো. সবুজ আলী উপজেলা মুক্তিযোদ্ধা ইউনিয়ন কমাণ্ডার বীরমুক্তিযোদ্ধা মো. তৈমুর হোসেন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যক্ষ মো. মাসুদ রানা, অধ্যক্ষ মো. জামাল উদ্দিন ও মো. রহমত আলী ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ ও অন্যান্য সূধীজনেরা।

আলোচনা সভায় উপজেলার আইন-শৃঙ্খলা বিষয়ে বিশেষ করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও বিভিন্ন উন্নয়নমূলক অনুষ্ঠানের সভাপতি উপস্থিত সকলের উদ্দেশ্যে বিষদ আলোকপাত করে উপস্থিত সকলের প্রতি সহযোগিতা রেখে ও তীক্ষ্ণ দৃষ্টি রাখার আহবান জানান। অনুষ্ঠানে নয়া থানা অফিসার ইনচার্জ মো. একরামুল হোসাইন তার ভোলাহাটে নতুন পদচারণা। তবে যে কয়দিন তিনি আছেন, মাদকদ্রব্যের প্রতি কোন ছাড় দেওয়া হবে না বা কোনপ্রকার অবহেলা করা হবে না বলে তিনি সকলকে অভিহিত করেন।

‘সারাদেশ’ : আরও খবর

সম্প্রতি