image
ছবি: সংগৃহীত

নবীগঞ্জে কৃষিজমিতে মাটি কাটা ও অবৈধ সিস কারখানায় ৭ লাখ টাকা জরিমানা

বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫
প্রতিনিধি, নবীগঞ্জ (হবিগঞ্জ)

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় পরিবেশ ও কৃষিজমি সুরক্ষায় পরিচালিত পৃথক তিনটি মোবাইল কোর্ট অভিযানে অবৈধ সিসা গলানোর কারখানা এবং উর্বর কৃষিজমি থেকে মাটি কাটার দায়ে মোট ৭ লাখ টাকা জরিমানা আদায় করেছে উপজেলা প্রশাসন।

গতকাল মঙ্গলবার সকাল থেকে বিকেল পর্যন্ত দিনব্যাপী এসব অভিযান পরিচালনা করেন নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট প্রত্যয় হাশেম। প্রশাসন সূত্রে জানা যায়, কোনো ধরনের সরকারি অনুমোদন ছাড়াই উপজেলার ফার্মবাজার এলাকা ও আউশকান্দি ইউনিয়নের চৈতন্যপুর গ্রামে এক্সেভেটর মেশিন ব্যবহার করে উর্বর ধানী জমি থেকে অবৈধভাবে মাটি কাটা হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সকালে ফার্মবাজার এলাকায় অভিযান চালিয়ে হরিনগর গ্রামের জামাল শাহকে দেড় লাখ টাকা জরিমানা করা হয়। একইদিন দুপুরে চৈতন্যপুর গ্রামে কৃষিজমি থেকে মাটি কাটার দায়ে জালালপুর গ্রামের মইনুল হককে আরও দেড় লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এছাড়া বিকেলে দেবপাড়া ইউনিয়নের বিজনার ব্রিজ এলাকায় পুরাতন ব্যাটারি থেকে সিসা গলানোর একটি অবৈধ কারখানায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। কোনো ধরনের লাইসেন্স ও পরিবেশগত ছাড়পত্র ছাড়াই পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর ও ঝুঁকিপূর্ণ সিসা উৎপাদন ও বিক্রয়ের দায়ে পরিবেশ সংরক্ষণ আইন অনুযায়ী কারখানার ম্যানেজার ওহিদুজ্জামান লিমনকে ৪ লাখ টাকা জরিমানা করা হয়।

এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট প্রত্যয় হাশেম জানান, তিনটি পৃথক অভিযানে মোট ৭ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। এর মধ্যে কৃষিজমি থেকে অবৈধভাবে মাটি কাটার দায়ে দুই স্থানে দেড় লাখ টাকা করে মোট ৩ লাখ টাকা এবং অবৈধ সিসা গলানোর কারখানায় ৪ লাখ টাকা জরিমানা করা হয়।

তিনি আরও বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং কৃষিজমি সংরক্ষণে এ ধরনের অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রশাসনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

‘সারাদেশ’ : আরও খবর

সম্প্রতি