image
ছবি: সংগৃহীত

ধনবাড়ীতে ভালুকার শ্রমিক দিপু হত্যার বিচারের দাবীতে মানববন্ধন

বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫
প্রতিনিধি,ধনবাড়ী (টাঙ্গাইল)

ময়মনসিংহের ভালুকায় পাইওনিয়ার নীটওয়্যারস লিমিটেডের শ্রমিক দিপু, ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি সহ সারাদেশে সকল হত্যা কান্ডের প্রতিবাদ ও বিচারের দাবীতে টাঙ্গাইলের ধনবাড়ীর ভাইঘাটে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার ভাইঘাট বাসস্ট্যান্ড এলাকায় স্থানীয় ইউনিভার্সাল ব্রাদারহুড( সার্বজনীন ভাতৃত্ববোধ) সংগঠনের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে পাইওনিয়ার নীটওয়্যারস লিমিটেডের শ্রমিক, স্থানীয় সচেতন নাগরিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। মানবন্ধনে বক্তব্য দেন, ভাইঘাট সূত্রধরপাড়া পূজামন্ডপের সভাপতি পরেশ সূত্রধর, ছাত্র দীপু সূত্রধর, টাঙ্গাইল জেলা ছাত্র অধিকারের সহ সভাপতি মাহমুদুল হাসান মিলন, স্থানীয় হিন্দু নেতা ভোজন সূত্রধর, আনন্দ সূত্রধর, পরেশ রায়, বাংলাদেশ জামায়াতে ইসলামী যুব বিভাগ ধনবাড়ী উপজেলা শাখার সভাপতি মিনহাজ উদ্দিন, মধুপুর উপজেলা প্রেসক্লাবের সহ সভাপতি সাংবাদিক আব্দুল জলিল, মাওলানা আমিনুল ইসলাম মারুফী, ধনবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক হাফিজুর রহমানসহ অন্যান্যরা।মানববন্ধনে বক্তারা বলেন, শ্রমিক দিপুকে পূর্বপরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। দ্রুত সময়ের মধ্যে দিপু ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি সহ সারাদেশে সকল হত্যা কান্ডের ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রকৃত হত্যাকারীদের শনাক্ত ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। অন্যথায় কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দেন তারা।

‘সারাদেশ’ : আরও খবর

» লালমোহনে ইয়াবাসহ আটক ১

সম্প্রতি