কক্সবাজারের টেকনাফে মাদকবিরোধী অভিযানে ইয়াবা ও ভয়ংকর মাদক ক্রিস্টাল মেথ আইসসহ বিপুল পরিমাণ মাদক সংশ্লিষ্ট আলামত উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় মাদক লেনদেনে ব্যবহৃত নগদ অর্থ, মোবাইল ফোন ও ল্যাপটপ জব্দ করা হয়। বিজিবি জানায়, গতকাল মঙ্গলবার ভোরে টেকনাফ উপজেলার নাইট্যংপাড়া এলাকায় এ অভিযান চালানো হয়। গোপন তথ্যের ভিত্তিতে জানা যায়, ওই এলাকায় একটি বাড়িতে দীর্ঘদিন ধরে মাদক ক্রয়-বিক্রয় ও সেবনের কার্যক্রম চলছিল। এ তথ্যের ভিত্তিতে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) কেএনাইন ইউনিটের সহায়তায় অভিযান পরিচালনা করে।
অভিযানের সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে জড়িতরা পালিয়ে গেলেও তল্লাশি চালিয়ে একটি বসতবাড়ির আলমারি ও সানশেড থেকে ১ হাজার ২৫০টি ইয়াবা ট্যাবলেট, ২২৫ গ্রাম ক্রিস্টাল মেথ আইস এবং মাদক লেনদেনে ব্যবহৃত ১ লাখ ১৮ হাজার ১৯০ টাকা উদ্ধার করা হয়। এ ছাড়া কয়েকটি মোবাইল ফোন, একটি ল্যাপটপ ও একটি পাসপোর্ট জব্দ করা হয়। বিজিবি সূত্রে জানা যায়, উদ্ধার করা আলামত আইনগত প্রক্রিয়া শেষে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হবে। ঘটনায় জড়িত পলাতক ব্যক্তিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
রাজনীতি: এলডিপির এককভাবে নির্বাচনের ঘোষণা